আগামী ২০ শে মাঘ ৩ রা ফেব্রয়ারী রোজ সোমবার অনুষ্ঠিতব্য হাইদগাঁও শাহেন শাহ হযরত আকবর শাহ (কঃ) এর ১৩০ তম বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে আগামীকাল ১২ই মাঘ ২৬ শে জানুয়ারী ‘২০২৫ ইং রোজ রবিবার পবিত্র রওজা গোসল, গিলাফ চড়ানো ও পুষ্পমাল্য অর্পণ অনুষ্ঠিত হবে।
কর্মসূচিঃ
সকাল ৯ টায় রওজা শরীফের গোসল প্রদান , সকাল ১০ টায় গিলাফ চড়ানো, সকাল ১১ টায় সেমা মাহফিল, দুপুর ১২ টায় মিলাদ কিয়াম ও মুনাজাত শেষে তাবারুক বিতরণ।
হযরত আকবর শাহ (কঃ)’র আশেক ভক্তদের যথা সময়ে দরবারে উপস্থিত হওয়ার আহবান জানাই
সালামান্তে,
আউলাদগণ ও হযরত আকবর শাহ (কঃ) মাজার উন্নয়ন ও ওরশ পরিচালনা কমিটি হাইদগাঁও পটিয়া চট্টগ্রাম
Leave a Reply