1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
মানুষের পাশে থাকার লড়াই—নিজ উদ্যোগে সড়ক মেরামত করলেন শ্রমিকদল নেতা বোয়ালখালীতে তিন ইয়াবা সেবনকারীর সাজা বর্ষবরণ উৎসব স্মারক ‘রঙ্গীন বৈশাখ’ এর মোড়ক উন্মোচন চট্টগ্রাম- কক্সবাজার রেলসড়কে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে পদক্ষেপ জরুরি:নিরাপত্তাহীনতায় যাত্রীরা -আলমগীর আলম আন্দোলনের ত্যাগীদের মূল্যায়ন না হলে লজ্জা ছাড়া কিছু থাকবে না: মোস্তাক আহমেদ খাঁন ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাসস পাঁচলাইশ থানার বর্ণাঢ্য র‍্যালি রাঙ্গামাটি দারুল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও উপহার বিতরণ অনুষ্ঠিত সীতাকুণ্ড জান্নাতুল বানাত হিফয মাদ্রাসার উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সুকণ্ঠ সংগীত বিদ্যার্থী পরিষদ বাংলাদেশ’র অভিষেক ও সাংস্কৃতিক সন্ধ্যা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১০ আসনে নবীন- প্রবীণনের প্রতিদন্ধিতাঃ রাজনীতির মেরুকরণ

অতিরিক্ত সচিব শেখ মোমেনা মনি’র চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরিদর্শন

  • সময় রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১৯৩ পঠিত

মোঃ আবদুল আলী

চট্টগ্রাম প্রতিনিধি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব শেখ মোমেনা মনি অদ্য ২৫/০৫/২০২৫ তারিখ চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরিদর্শন করেন। এ উপলক্ষে হাসপাতালের কনফারেন্স রুমে কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট জনাব সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন এর সভাপতিত্বে এক মত বিনিময় সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি মাননীয় অতিরিক্ত সচিব শেখ মোমেনা মনি বলেন, এই হাসপাতালটি প্রথম দেখাতেই আমার খুব ভালো লেগেছে। আমার মনে হয় বেসরকারী পর্যায়ে এটি চট্টগ্রামে সর্ববৃহৎ হাসপাতাল। সরকারের পাশাপাশি বেসরকারী পর্যায়ে স্বাস্থ্য সেবায় আপনারা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। হাসপাতালে যেসকল বিশেষায়িত চিকিৎসা সেবা রয়েছে তা জেনে আমি অত্যন্ত খুশি হয়েছি। বিশেষ করে আইসিইউ, সিসিইউ, এনআইসিইউ, শিশু আইসিইউ, শিশু বিকাশ কেন্দ্র ও ক্যান্সারের মতো বিশেষায়িত বিভাগগুলোতে আপনারা সেবা দিয়ে যাচ্ছেন। বৃহত্তর চট্টগ্রামে আপনাদের এই প্রতিষ্ঠানের একটি আলাদা সুনাম রয়েছে। তিনি হাসপাতালের বিভিন্ন সমস্যা সমূহ মনোযোগ সহকারে শুনেন এবং সরকারের পক্ষ থেকে সর্বাত্বক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। বিশেষ করে স্বাস্থ্য মন্ত্রণালয় হতে গ্রান্ট ইন এইড খাতে অনুদান বৃদ্ধির বিষয়ে তিনি সর্বাত্বক সহযোগিতা করবেন মর্মে আশ্বাস প্রদান করেন। এছাড়া হাসপাতালের জন্য এমআরআই মেশিনসহ অন্যান্য বিষয়ে কিভাবে সহযোগিতা করা যায় সেবিষয়েও তিনি দেখবেন মর্মে আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেডিকেল কলেজ গভর্নিং বডির সাবেক সদস্য ও সরকারী কমার্স কলেজের সাবেক প্রিন্সিপাল প্রফেসর মো. সিরাজ উদদৌলা, হাসপাতালের কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট ডা. কামরুন নাহার দস্তগীর, জয়েন্ট জেনারেল সেক্রেটারী জনাব মো. জাহিদুল হাসান, অর্গানাইজিং সেক্রেটারী জনাব মোহাম্মদ সাগির, কার্যনির্বাহী কমিটির সদস্য জনাব তারিকুল ইসলাম তানভীর, জনাব মোঃ সাইফুল আলম, ডাঃ মোঃ বেলায়েত হোসেন ঢালী, মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল প্রফেসর অসীম কুমার বড়ুয়া, পরিচালক (প্রশাসন) ডা. মো. নূরুল হক, পরিচালক (মেডিকেল এ্যফেয়ার্স) ডা. এ কে এম আশরাফুল করিম, অবস এন্ড গাইনী বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর সিরাজুন নুর রোজী, মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. অনুপম বড়ুয়া, ডেন্টাল বিভাগের বিভাগীয় প্রধান ডা. কামরুল হাসান প্রমুখ। সভাপতি জনাব সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন মাননীয় অতিরিক্ত সচিব মহোদয়কে হাসপাতাল পরিদর্শনে আসার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। অতিরিক্ত সচিব মহোদয় পরবর্তীতে হাসপাতালের বিভিন্ন বিভাগ ও ক্যান্সার হাসপাতাল পরিদর্শন করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট