আনোয়ার হোছাইন,
(নাইক্ষ্যংছড়ি) বান্দরবানঃ
কক্সবাজার জেলার রামুর ঈদগাও-ঈদগড় সড়কে গতকাল রবিবার (২৩ ফেব্রুয়ারী) রাত আনুমানিক ১১ টায় অপহৃত ব্যবসায়ি জাগের হোসাইন অবশেষে ডাকাতদের হাত থেকে ৫৫ হাজার তিনশত টাকা মুক্তিপণ দিয়ে মুক্ত হয়েছেন।
ঈদগড় ইউনিয়নে’র জামায়াত নেতা মুহাম্মদ বনি আমিন বলেন, আজ সোমবার ব্যবসায়ি জাগের হোসাইনকে ৫৫ হাজার তিনশত টাকায় মুক্তিপণে ডাকাতদল ছেড়ে দেয়।
তিনি আরও বলেন, গতকাল রবিবার (২৩ ফেব্রুয়ারী) রাত আনুমানিক ১১ টার দিকে কক্সবাজার থেকে পিক-আপ যোগে গরু নিয়ে বাড়ি ফেরার পথে ঈদগাও-ঈদগড় সড়কের হিমছড়ি নামক ঢালায় ঈদগড়ের পূর্ব রাজঘাট এলাকার মৃত আলতাফ হোসেন’র ছেলে ব্যবসায়ি জাগের হোসাইনকে ডাকাতদল অস্ত্রের মুখে জিম্মি করে গহীন বনের ভেতরে নিয়ে যায।
অপহরণের পর ডাকাত দল তার পরিবারের কাছে মুঠোফোনে’র মাধ্যমে ৫ লাখ টাকা মুক্তিপণের দাবি করেন। অবশেষে ৫৫ হাজার তিনশত টাকা দিয়ে মুক্তিপণ দিলে আজ রাত আনুমানিক সাড়ে ৯ টার দিকে ডাকাত দল তাকে ছেড়ে দেন।
এ বিষয়ে ঈদগড় পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ মনির বলেন, এলাকার বিভিন্ন মানুষের কাছ থেকে ৫৫ হাজার তিনশত টাকা ফান্ড কালেকশন করেন ভুক্তভোগীর পরিবার। পরে উল্লেখিত টাকা মুক্তিপণ দিয়ে অপহৃত জাগির হোসাইন ফেরত আসে।
Leave a Reply