এম এস শ্রাবণ মাহমুদ(রাঙ্গামাটি জেলা প্রতিনিধি)
রবিবার( ৬জুলাই)২৫ খ্রিঃ আনুমানিক সকাল ১০ঃ৪৫ মিনিটের সময় রাঙ্গামাটি সদরস্থ কাউখালী উপজেলার যৌথখামার গ্রামের স্থানীয় বাসিন্দা ক্যংথোয়সি মারমা’র নিজ বাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
উক্ত পরিস্থিতি’র অবস্থায় শুনে ছুটে আসে উপজেলা নির্বাহী অফিসার আতিকুর রহমান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দীন, সহ থানা ইনচার্জ সহ অন্যান্য ব্যক্তিবর্গ।
এসময় ক্ষতিগ্রস্ত হওয়া পরিবার’কে নগদ অর্থ, চাল, কম্বল সহ আর্থিকভাবে সহায়তা’র পাশিপাশি বান্ডেল টিন দেয়ার আশ্বাস দেন উপজেলা নির্বাহী অফিসার।
Leave a Reply