
মোহাম্মদ আলবিন, আনোয়ারা চট্টগ্রাম।
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় কুসুমকলি আর্ট স্কুলের ২১ বছরে পদার্পণ উপলক্ষে ‘রং তুলিতে আনোয়ারা’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ নভেম্বর) সকাল ১১টায় আনোয়ারা উপজেলা আবদুল জলিল স্মৃতি মিলনায়তনে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আনোয়ারা কুসুমকলি আর্ট স্কুলের পরিচালনা কমিটির সভাপতি ছালামত আলীর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক গাজী এম. আবদুল নূর তুষারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপি নেতা আবু মোহাম্মদ নিপার চৌধুরী।
এসময় অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে স্কুলটির পরিচালক ব্যাংকার আমিনুল ইসলাম মামুন, প্রধান আলোচক হিসেবে আনোয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এরফান চৌধুরী,
বিশেষ অতিথি হিসেবে পরৈকোড়া নয়নতারা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ভিপি মোজাম্মেল হক, সাংবাদিক সরোজ আহমদ, হাসান জিয়াউল ইসলাম, মোহাম্মদ নুর আলী, এডভোকেট ইমরান হোসেন কাউছার, প্রকৌশলী গাজী মো. ওমর ফারুক, সাংবাদিক মোজাম্মেল হক, মহসিন পারভেজ, মো. শহিদুল আলম ও বাবু সনজয় ঘোষ, বিশেষ আলোচক হিসেবে পটিয়া কুসুম আসরের সভাপতি এ. টিম. এম. শাহজাহান এবং সংবর্ধিত অতিথি হিসেবে তানজিম মেহেজাবিন চৌধুরী (ত্বীন) উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ৮৩জন প্রতিযোগীকে সাধারণ পুরুষ্কার এবং ১৫জনকে ক্রস্ট এবং সার্টিফিকেট প্রদান করা হয়। প্রতিযোগিতায় প্রথম হয় অঙ্কুশ পাল ও দ্বিতীয় হয়
নবনীতা সুশীল পূজা।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথির বক্তব্যে আবু মোহাম্মদ নিপার চৌধুরী বলেন, শিশুদের সৃজনশীল বিকাশে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং শিল্প-সাংস্কৃতিমনস্ক প্রজন্ম গঠনে সহায়ক হবে। এধরণের অনুষ্ঠানে তার সহযোগিতা আশ্বাস দেন তিনি।
Leave a Reply