আমিনুল হক রিপন, চট্টগ্রামঃ
মালয়েশিয়ার Langkawi-তে অনুষ্ঠিতব্য ১৭তম। এ অংশগ্রহণের উদ্দেশ্যে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘বানৌজা খালিদ বিন ওয়ালিদ’ চট্টগ্রাম নৌ ঘাঁটি ত্যাগ করেছে। মাননীয় নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান জাহাজের সকল কর্মকর্তা ও নাবিকদের উদ্দেশ্যে সফরের পূর্বে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। মহড়ায় বাংলাদেশের সাথে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ এবং আঞ্চলিক নিরাপত্তা বিষয়ক কূটনৈতিক সম্পর্ক জোরদার হওয়াসহ নৌ সদস্যদের পেশাগত দক্ষতা সমৃদ্ধ হবে। জাহাজের অধিনায়ক ক্যাপ্টেন এজাজ মাসুদের নেতৃত্বে নৌ সদস্যগণ এই আন্তর্জাতিক প্রদর্শনীতে দেশের সুনাম, নৌবাহিনীর কর্মদক্ষতা ও ভাবমূর্তি বিশ্ব দরবারে তুলে ধরবে।
এই আন্তর্জাতিক অংশগ্রহণ কেবল সামরিক দক্ষতা নয়, বরং বন্ধুত্ব, আঞ্চলিক সহযোগিতা এবং সমুদ্র কূটনীতির এক অনন্য উদাহরণ।
Leave a Reply