প্রেস বিজ্ঞপ্তি
আজ ১৩অক্টোবর সোমবার রাউজান উপজেলার আবুরখীল নন্দনকানন বিদর্শন বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব উপলক্ষে প্রথম পর্বে সংঘদান ধর্মসভা ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে ।
সকালের পর্বে অষ্টপরিস্কারসহ সংঘদান ও পূন্যদান উক্ত দান অনুষ্ঠানে ধর্মদূত সোভিতানন্দ মহাথেরর সভাপতিত্বে প্রধান জ্ঞাতি হিসেবে উপস্থিত ছিলেন পরমানন্দ মহাথেরো ।
ট্রাস্টি রুবেল বড়ুয়া বক্তব্য রাখছেন
পবিত্র ত্রিপিঠক থেকে পাঠ করেন বিজয়াংকর ভিক্ষু । সদ্ধর্মদেশক ছিলেন সচ্চিতানন্দ মহাথের, ভদন্ত ধর্মদর্শন থের ।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ধর্মবিষয়ক মন্তণালয় ট্রাস্টের ভাইস চেয়ারম্যান মি. ভবেশ চাকমা । সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্টি মি. মং হলা চিং, ট্রাস্টি রুবেল বড়ুয়া ।
আরো উপস্থিত ছিলেন সুমন বড়ুয়া সাধারণ সম্পাদক,বাংলাাদেশ জাতীয়াবাদী বৌদ্ধ ঐক্য ফ্রেন্ট, চট্রগ্রাম মহানগর, প্রকৌশলী রনি চৌধুরী, বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্য ফ্রন্ট দক্ষিণ ।
বিহার অধ্যক্ষ শ্রীমৎ সংঘানন্দ মহাথের এর সঞ্চালনায় স্বাগত ভাষণ প্রদান করেন বিহার পরিচালনা কমিটির সাধারন সম্পাদক অধ্যাপক ড. রুপেন বড়ুয়া । উদ্বোধনী ভাষণ দেন বিদর্শন বিহার পরিচালনা কমিটির সভাপতি প্রকৌশল প্রদীপ কুমার বড়ুয়া ।
শুভেচ্ছা বক্তব্য সমাজ সেবক অসীম বড়ুয়া ।
Leave a Reply