প্রেস বিজ্ঞপ্তিঃ
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) এপেক্স বাংলাদেশ জেলা -৩ উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও জাতীয় শহীদ দিবস উদযাপন করা হয়। এ উপলক্ষে এপেক্স বাংলাদেশ , জেলা ৩ এর পক্ষ থেকে জেলা গভর্নর এপেক্সিয়ান সৈয়দ মিয়া’র নেতৃত্বে চট্টগ্রামের বিএড কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় জেলা সচিব এপেক্সিয়ান মুহাম্মদ আরিফ খান সহ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা -৩ এডিটর মোঃ আবুল সাঈদ তালুকদার খোকন, এপেক্স ক্লাব অব চিটাগং এর সদ্য অতীত সভাপতি এপেক্সিয়ান মহিউদ্দিন চৌধুরী জিকু, এপেক্স ক্লাব অফ চিটাগং এর অতীত সভাপতি এপেক্সিয়ান ইঞ্জিনিয়ার মোঃ মহসীন, এপেক্স ক্লাব অব বার আউলিয়ার প্রেসিডেন্ট এপেক্সিয়ান রানা দাশ, এপেক্স ক্লাব অব চিটাগাং এর অতীত সভাপতি এপেক্সিয়ান রুবেল হোসেন নীল, এপেক্সিয়ান জসিম মঞ্জু , সৈয়দা নাজিয়াত, সৈয়দা জোহানাত, সুরাইয়া তাবাসসুম ফাইজা,আরাফাত খান প্রমুখ।
জেলা গভর্নর সৈয়দ মিয়া বক্তব্যে সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন এবং অন্যান্য জাতিসত্তার ভাষা ও বর্ণমালা সংরক্ষণের দাবি জানান।
পরিশেষে ভাষা শহীদদের রূহের মাগফিরাত এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
Leave a Reply