1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ১৬ মে ২০২৫, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
নাইক্ষ্যংছড়িতে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ নেতা গ্রেফতার কাঁচপুর জমিজমা সক্রান্ত দ্বন্দ্বে মামা-ভাগিনা সংঘর্ষ, অবশেষে থানায় পাল্টাপাল্টি অভিযোগ তথ্য উপদেষ্টার ওপর হামলাঃ নিন্দা জানালেন সিইউজে ও চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দ চট্টগ্রামের পটিয়া উপজেলায় চলন্ত ট্রেন থেকে পড়ে এক মাদ্রাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু সমাজকে সুন্দর ও নিরাপদ রাখার জন্য করণীয় কি? -শায়ের মুহাম্মদ আকতার উদদীন চট্টগ্রাম কারাগারে বন্দি কেএনএফ নেতা লালার মৃত্যু আন্তর্জাতিক নৌ মহড়ায় বাংলাদেশ নৌবাহিনী। বিদেশে উচ্চশিক্ষার জন্য ডকুমেন্ট লিগালাইজেশন বাঘাইছড়িতে ট্রাক্টর উল্টে ৩ শ্রমিক নিহত, আহত-৩ গাভী নিয়ে গেছেন নেতা, বাছুর কোলে আদালতে নারী

কাঁচপুর জমিজমা সক্রান্ত দ্বন্দ্বে মামা-ভাগিনা সংঘর্ষ, অবশেষে থানায় পাল্টাপাল্টি অভিযোগ

  • সময় শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ২৫ পঠিত

মোঃ কায়সার। চট্টগ্রাম প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুর বড় চেঙ্গাইন এলাকায় জমিজমা দখল নিয়ে নিয়ে মামা-ভাগিনা দ্বন্দ্ব সংঘর্ষে দুইজন আহত এবং অবশেষে থানায় বাদী-বিবাদীর পাল্টাপাল্টি অভিযোগের তথ্যে পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শীদের মতে, গত (১০ মে) শনিবার দুপুর ২ ঘটিকার সময় বিবাদী নুরুল ইসলাম (৬০) পিতা মৃত হারুন শিকদারের নেতৃত্বে ৮-১০ জনের একটি লাঠিয়াল বাহিনী নিয়ে, বাদী শিউলী আক্তার (৩৯), নিপা (২২), আবু বক্কর (৩৮), সুমন মিয়া (৩৫), সর্বসাং বড় চেঙ্গাইন গংদের উপর দা, চাপাতি, ছুরি, লোহার রড, হকষ্টিক,লাঠি-সোটা ইত্যাদি দেশীয় অস্ত্র-সস্ত্রে দিয়ে এলোপাথারীভাবে মারপিট এবং কিল-ঘুষি, লাথি মারিয়া শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করা ঘটনা ঘটে।

আরও জানান, তাঁদের জমির সীমানার জন্য ৮ টি খুটি বিবাদী নুরুল ইসলাম জমিতে অনাধিকার প্রবেশ করে সম্পত্তিতে থাকা ৮ টি সীমানা পিলার ভেঙ্গে অন্যত্র নিয়ে যায়। ৫ টি ফলজ গাছ কেটে ফেলে।

সোনারগাঁও থানায় এক অভিযোগ সূত্রে জানাগেছে, শিউলি আক্তার (৩৯), স্বামী-মনির হোসেন, সাং- সেনপাড়া, থানা- সোনারগাঁ, জেলা-নারায়ণগঞ্জ অদ্য থানায় হাজির হইয়া, বিবাদী ১। নুরুল ইসলাম শিকদার, পিতা-মৃত- হারুন শিকদার ২। নিলুফা আক্তার (৪৫) স্বামী-নুরুল ইসলাম শিকদার, ৩। নিহাদ শিকদার (১৮) পিতা-নুরুল ইসলাম শিকদার, সর্বসাং চেঙ্গাইন শিকদার বাড়ি, ইউ- কাচপুর, থানা-সোনারগাঁ, জেলা-নারায়ণগঞ্জ-গন সহ অজ্ঞাতনামা ৫/৬ জন বিবাদীদের বিরুদ্ধে এই মর্মে অভিযোগ সহ মোট ২ জন নিম্নে বর্নিত তফসিল ভূক্ত ক্রয়কৃত সম্পত্তি নিজ নিজ নাম জারী করিয়া নিয়মিত খাজনা পরিশোধ করিয়া উক্ত সম্পত্তিতে শাক-সবজি চাষ করিয়া শান্তিপূর্ণভাবে ভোগ-দখল করিয়া আসছেন। উল্লেখিত বিবাদীগন দীর্ঘদিন যাবৎ দখলীয় সম্পত্তি অবৈধভাবে দখলের পায়তারা করিয়া আসিতেছে। এবং ভোগ-দখলীয় সম্পত্তি জোর পূর্বক অবৈধভাবে দখলের অপচেষ্টা বলে জানান।

আরও জানা গেছে, চেঙ্গাইন মৌজাস্থিত দাগ নং- এস. এ- ২৭৩, আর. এস-, জমির পরিমান-১৭.৪৩ শতাংশ। চৌহুদ্দীঃ উত্তরে- বিবাদী, দক্ষিনে-জামান গং, পূর্বে- ইসমাইল গং বটে।

এবিষয়ে সুমন মিয়া জানান, বিবাদী নুরুল শিকদার দীর্ঘদিন যাবৎ আমাদের দখলীয় সম্পত্তি জোরপূর্বক দখলের অপচেষ্টা। এতে বাঁধা প্রয়োগ করিলে, আমাদেরকে তাঁদের দলবল নিয়ে মারপিট করে জখম করে। আমরা তাঁদের বিরুদ্ধে দ্রুত সময়ে আইনের ব্যবস্থা চাচ্ছি।

আবুল হোসেন বলেন, আমাদের উপর ন্যক্কারজনক হামলার বিচার চাই ! আমরা স্থানীয় জনপ্রতিনিধি এবং আইনশৃঙ্খা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি।

রাসেল শিকদার বলেন, আমরা জমিজমা দখলের দ্বন্দ্ব মিটাইতে গিয়ে, তারাও আমাদেরকে শ্রদ্ধার চোঁখে দেখেনি। এটি একটি সুষ্ঠু তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া দরকার।

এবিষয়ে সোনারগাঁও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুঠোফোনে বলেন, জমি সক্রান্ত বিষয়ে কোন প্রকার মারামারির ঘটনা ঘটলে, আমরা তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করব বলে জানান তিনি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট