বিশেষ প্রতিনিধিঃ
চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম (সিআরএফ) নতুন যাত্রায় পা রাখল নিজস্ব অফিস নিয়ে। আন্দরকিল্লার ১২৭ মোমিন রোডস্থ মেহেরুন টাওয়ারের তৃতীয় তলায় কেক কাটা ও মোনাজাতের মধ্য দিয়ে উদ্বোধন হয় ফোরামের নতুন কার্যালয়ের।
ফোরামের সভাপতি কাজী আবুল মনসুর আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে অফিস উদ্বোধন করেন। এ সময় নবীন-প্রবীণ সাংবাদিকদের মিলনমেলায় জমজমাট হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম। ধন্যবাদ জ্ঞাপন করেন হাসান মুকুল। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক সজল চৌধুরী, মোহন মিন্টু, সাইফুল্লাহ চৌধুরী, ভুপেন দাস, মোহাম্মদ গিয়াস উদ্দিন, মোহাম্মদ আলী, মনিরুল ইসলাম পারভেজ, আবুল কাশেম সরোজ, তানভীর আহমেদ, হাসান মুরাদ, এস এম পিন্টু, সরোয়ার আমিন বাবু,মোঃ শহিদুল ইসলাম,রোজী চৌধুরী, নজরুল ইসলাম চৌধুরী, জাকারিয়া হোসেন, আশ্রাফ আহমেদ প্রমুখ।
সভাপতি কাজী আবুল মনসুর বলেন, “উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে,সাংবাদিকদের মানোন্নয়নই হবে ফোরামের অন্যতম কাজ। মানসম্পন্ন রিপোর্ট তৈরিতে সাংবাদিকরা যে সমস্যার মুখোমুখি হন, তা সমাধানে সিআরএফ কার্যকর ভূমিকা রাখবে।”
তিনি আরও জানান, সাংবাদিকদের কল্যাণ ও উন্নয়নে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে, যাতে তরুণ সাংবাদিকরা পেশায় দৃঢ় হতে পারেন।
অনুষ্ঠান শেষে কেক কেটে নতুন অফিসের শুভযাত্রা ঘোষণা করা হয়। এরপর মোনাজাতে সাংবাদিক সমাজ ও সংগঠনের অগ্রগতি কামনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন কামরুল হুদা।
Leave a Reply