1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ১৪ মে ২০২৫, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এ,কে,এম ফজলুল কাদের চৌধুরীর অসমান্য অবদান জাতির সামনে তুলে ধরা হউক – আনিস ওয়ারেচী বোয়ালখালীতে ছাত্রদলের সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত যুব উদ্যোগে চট্টগ্রামে জলবায়ু বান্ধব বাজেট ও দুর্যোগ ব্যবস্থাপনায় যুবদের সক্রিয় অংশগ্রহণে এডভোকেসি সভা অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে ঝিরির কুপে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু: এলাকায় শোকের ছায়া কালীগঞ্জে মৎস্য চাষীদের সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রোজেক্টের ওয়ার্কশপ অনুষ্ঠিত বিমানবন্দরে আটকে দেয়া হলো আন্দালিব পার্থর স্ত্রীকে কালুরঘাট দ্বিতীয় সেতু এখন স্বপ্ন নয় সত্যি হতে চলেছে বাঘাইছড়িতে পার্বত্য জনপদের বিভিন্ন জাতিগোষ্ঠী পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ কিডনি রোগী কল্যাণ সংস্থার সভায় ওয়াহিদ মালেক– “কিডনি রোগ যে মহামারীর মত রূপ নিচ্ছে”।

কেরাণীগঞ্জে অপহৃত ৮ মাসের শিশু শরীয়তপুর থেকে উদ্ধার।

  • সময় মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ১৬০ পঠিত

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর এলাকা থেকে অপহরণের শিকার হয় আট মাস বয়সী শিশু সাইফান মজুমদার। গতকাল সোমবার সাইফানকে শরীয়তপুর সদরের চর লক্ষী নারায়ন এলাকা থেকে উদ্ধার করে র‍্যাব-৮ ও ১০। এ ঘটনায় অপহরণকারী তানজিলা আক্তার পারভীন নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাব জানায়, দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর এলাকায় ভাড়া থাকেন সাকিলা ও এনাম দম্পতির পরিবার। সাকিলার তিন ছেলে আদিফ, আহনাফ ও সাইফান। গত ১২ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তানজিলা আক্তার পারভীন (৩৫) নামের এক নারী সাকিলার বাসায় এসে তার অসহায়ত্বের কথা বলেন ও থাকা-খাওয়ার বিনিময়ে বাসায় কাজের জন্য আশ্রয় চান। পরে সাকিলা তাঁর বাসায় পারভীনকে থাকতে দেন। পরদিন ১৩ অক্টোবর সাকিলার মেজো ছেলে আহনাফ আইসক্রিম খেতে চাইলে পারভীন আহনাফ ও সাইফানকে দোকানে নিয়ে যায়। এরপর আহনাফকে বাসায় পাঠিয়ে সেখান থেকে সুযোগ বুঝে সাইফানকে নিয়ে পালিয়ে যান পারভীন।

সাকিলা অনেকক্ষণ অপেক্ষা করেও পারভীন ও সাইফানকে না দেখে আশপাশে খোঁজাখুঁজি করেন। এ ঘটনায় ১৪ অক্টোবর দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় অজ্ঞাত ৪/৫ জনের বিরুদ্ধে অপহরণ মামলা দায়ের করেন সাকিলা। পরবর্তীতে র‍্যাব-৮ ও ১০ যৌথ অভিযানে নেমে সকাল সাড়ে ৭টার দিকে শরীয়তপুর সদরের চর লক্ষী নারায়ন এলাকা থেকে শিশু সাইফানকে উদ্ধার করে।

চর লক্ষী নারায়ন এলাকায় যৌথ অভিযান চালিয়ে অপহরণকারী তানজিলা আক্তার পারভীনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিশু সাইফানকে অপহরণের বিষয়টি স্বীকার করেছে পারভীন। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট