মো. আবদুল আলী – চট্টগ্রাম মহানগর প্রতিনিধি:
চট্টগ্রাম, ৪ অক্টোবর — হোম চট্টগ্রাম খাতুনগঞ্জ ট্রেড এন্ড ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশন এবং চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেডের মধ্যে দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
আজ বিকাল ৪টায় খাতুনগঞ্জ ট্রেড এন্ড ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবদুস সালাম। সঞ্চালনা করেন সেক্রেটারি আমিনুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (ম্যানেজিং ডিরেক্টর) ডা. এ কে এম ফজলুল হক।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি আহমেদ রশিদ আমু। এ সময় আরও বক্তব্য রাখেন জয়েন্ট সেক্রেটারি আলমগীর পারভেজ, সহ-সেক্রেটারি রেজাউল করিম আজাদ এবং কোষাধ্যক্ষ নুরুল আলম মাস্টার।
চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের পক্ষ থেকে বক্তব্য দেন মেডিকেল ডিরেক্টর ডা. মোহাম্মদ নুরুন্নবী এবং ডিএজিএম (হেড অব বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অর্ডিনেশন) মোহাম্মদ আমান উল্লাহ আমান।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাকলিয়া থানা আমীর জনাব সুলতান আহমেদ, মেট্ট সিএও আনোয়ারুল ইসলাম, সহকারী ব্যবস্থাপক শাহাদাত হোসেন, আব্দুল খালেকসহ অন্যান্য অতিথিবৃন্দ।
Leave a Reply