নয়ন হাসান আবিদ
ইহুদীবাদী অবৈধ রাষ্ট্র ইসরায়েল কর্তৃক গাজা ও ফিলিস্তিনে ইতিহাসের বর্বরতম গণহত্যা ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট পটিয়া উপজেলা ও পৌরসভা শাখা।
শুক্রবার (২১ মার্চ ২০২৫ইং ) পটিয়া আদালত চত্বর এ মানববন্ধন পালন করেন দলটির নেতাকর্মীরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট পটিয়া উপজেলা পূর্ব পরিষদের সহ- সভাপতি মুহাম্মদ আকতার হোসেন বলেন, ইসরায়েল আমেরিকাসহ পশ্চিমা রাষ্ট্রগুলোর আশকারা পেয়ে ফিলিস্তিনের মুসলিমদেরকে জঘন্যভাবে হত্যা করছে যা ইতিহাসে নিন্দনীয় হয়ে থাকবে। পশ্চিমাদেরকে জরুরিভিত্তিতে ইসরায়েলকে সহযোগিতা বন্ধ করতে হবে এবং ফিলিস্তিনের ওপর গণহত্যা, জুলুম, নির্যাতন বন্ধ করতে হবে। জাতিসংঘসহ মুসলিম দেশসমূহকে ইসরায়েলের ওপর যুদ্ধ বন্ধ করার চাপ সৃষ্টি করতে হবে। যতদিন পর্যন্ত ফিলিস্তিন স্বাধীন হবে না ততদিন পর্যন্ত মধ্যপ্রাচ্যে শান্তি আসবে না। তাই ও আইসি ও মুসলিম দেশগুলোকে চীন, রাশিয়ার সহযোগিতা নিয়ে জাতিসংঘের মাধ্যমে ফিলিস্তিনকে স্বাধীন করার কার্যক্রম বেগবান করতে হবে। রাশিয়াসহ সব মুসলিম দেশকে এ মুহূর্তে ফিলিস্তিনের পাশে দাঁড়িয়ে তার হাতকে শক্তিশালী করতে এবং জরুরিভিত্তিতে যুদ্ধ বন্ধ করতে বিশ্ববাসীর কাছে আহ্বান জানান।
এতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক জননেতা আলী হোসেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট পটিয়া উপজেলা পূর্ব পরিষদের সিনিয়র সহ-সভাপতি মাস্টার আলী খাঁন, পটিয়া উপজেলা পূর্ব পরিষদের সিনিয়র সাধারণ সম্পাদক আবুল কালাম লিটন, পটিয়া উপজেলা পূর্ব পরিষদ সাংগঠনিক সম্পাদক জয়নুল আবেদীন সহ বাংলাদেশ ইসলামী ফ্রন্ট,ইসলামী যুবসেনা ও ইসলামী ছাত্রসেনা পটিয়া উপজেলা পূর্ব পরিষদ ও পটিয়া পৌরসভা নেতৃবৃন্দ সহ আরো প্রমুখ।
Leave a Reply