মোঃ মনিরুল ইসলাম রিয়াদ
চট্টগ্রাম মহানগর প্রতিনিধি:
চট্টগ্রাম চাক্তাই খালে সাঁতার কাটতে নেমে নিখোঁজ দুই শিশুর মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অপরজনের খোঁজে এখনও অভিযান চলছে।
আজ বুধবার ভোর ৬টার দিকে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। তবে এখনও তার পরিচয় পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের উপ–সহকারী পরিচালক মো. আবদুল্লাহ এই তথ্য নিশ্চিত করেছেন।
গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে এই ঘটনা ঘটে। গতকাল তিন ঘণ্টা উদ্ধারকাজ চালানোর পর তা বন্ধ রাখা হয়। পরে আজ বুধবার ভোর থেকে ফের উদ্ধার কাজ শুরু হয়।
জানা গেছে, চাক্তাই খালের মুখে নগরীর জলাবদ্ধতা নিরসন প্রকল্পের অংশ হিসেবে স্লুইস গেট বসাচ্ছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। মঙ্গলবার বিকেলে জোয়ারের সময় স্লুইস গেটের বাইরে অংশে সাঁতার কাটছিল দুই শিশু।
প্রত্যক্ষদর্শীরা জানায়, হঠাৎ করেই জোয়ারের টানে পানির পানির ঘূর্ণিতে ভেতর তলিয়ে যায় দুই শিশু। তবে শিশু দুটির পরিচয় নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি। স্থানীয়রা শিশুটিকে না চিনলেও, একই বয়সী অন্য একজন বলছে তারা মূলত পথশিশু।
খবর পেয়ে বিকেল সোয়া পাঁচটা থেকে উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস। শিশুদের পরিচয় বের করতে কাজ শুরু করেছে পুলিশ।
বাকলিয়া থানার উপ–পরিদর্শক মোহাম্মদ জিয়া জানান, ধারণা করা হচ্ছে নিখোঁজ শিশু দুটি পথশিশু ছিল। তবে তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
চলতি বছর নগরীর খালে পড়ে এখন পর্যন্ত এক যুবক ও এক শিশু নিহত হয়েছে। নগরীর খোলা খাল-নালা এই মৃত্যুফাঁদ তৈরি করেছে বলে মন্তব্য এলাকার জনসাধারণের
Leave a Reply