1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ৩০ জুলাই ২০২৫, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
লোহাগাড়ায় বন্ধ ট্রমা সেন্টার পুনরায় চালুর উদ্যোগ রাউজানে বিএনপি নেতা সাবেক রাষ্ট্রদূত গোলাম আকবর খন্দকারের গাড়িবহরে সন্ত্রাসী হামলা সীতাকুণ্ড পৌরসভার ডেঙ্গুবিরোধী প্রচার অভিযান বর্ণাঢ্য আয়োজনে এরাবিয়ান লিডারশীপ মাদ্রাসায় নাসীহা প্রোগ্রাম অনুষ্ঠিত ভালুকায় মাহিন্দ্রার সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত ২ ১০ হাজার মানুষের দুঃখের নাম—রাস্তা, পায়ে হাঁটাও অসম্ভব, মানববন্ধনে ফুঁসে উঠলো এলাকাবাসী জৈষ্ঠ্যপুরা রমনী মোহন উচ্চ বিদ্যালয়ে অভিভাবক মতবিনিময় ২৪তম মৃত্যুবার্ষিকী স্মরণানুষ্ঠানে বক্তারা: আহমদ ছফার মেধা ও কর্মকে যারা ধারণ করতে পারে তারাই সাহিত্যের প্রকৃত সমঝদার কবিতাঃ আমজনতা -উত্তম কে বড়ুয়া “ক্বলবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ” এর প্রাথমিক কেন্দ্রীয় কমিটি গঠন

চট্টগ্রামের জব্বারের বলী খেলার ১ম রাউন্ডে জয়ী বরিশালের তসলিম বলীর স্মৃতিকথা

  • সময় শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ১৪৯ পঠিত

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘী ময়দানে অনুষ্ঠিত আসর আবদুল জব্বারের ১১৬ তম বলী খেলার প্রথম রাউন্ডে বরিশালের তসলিম বলী জয়লাভ করে। ২০১৪ সাল থেকে বরিশাল বিভাগের একমাত্র প্রতিযোগি হিসেবে ঐতিহাসিক বলী খেলা প্রতিযোগিতায় বরিশালের প্রতিনিধিত্ব করে আসছেন তসলিম বলী। দেশের সর্ববৃহৎ এ প্রতিযোগিতায় ২০১৪ সালে অনেকটা আনন্দের ছলে শুরু করেছিলেন তসলিম বলী, সে থেকে বরিশালের একমাত্র প্রতিযোগী হিসাবে প্রত্যেকটা আসরেই অংশ নিয়ে অনেক প্রতিযোগীর মধ্যে নিজের কৌশল ও শক্তিমত্তা প্রদর্শন করে ধাপে ধাপে কৃতিত্বের স্বাক্ষর রেখে আসছেন তিনি। এবারের ১ম রাউন্ড জয়ের ব্যাপারে জিজ্ঞেস করা হলে তসলিম বলী বলেন, বরিশাল নদীমাতৃক দেশ, হাডুডু হলো বরিশাল এর প্রিয় খেলা। বলী খেলার সাথে তারা তেমন পরিচিত নয়। ২০১৪ সালে জাহাজের চিফ অফিসার থাকা অবস্থায় মেলায় ঘুরতে এসে মজার ছলে রেজিষ্ট্রেশন করেছেন, সেই থেকেই এই খেলার প্রতি ভালোলাগা। তিনি বলেন, চট্টগ্রামের বলী খেলা সারা দেশের স্বিকৃত সবচেয়ে বড় বলী খেলা প্রতিযোগিতা, এখানে সারাদেশ থেকে বিভিন্ন পর্যায়ে কৃতিত্বের স্বাক্ষর রাখা দেশসেরা বলীরা লড়াই করতে সারা বছর ধরে প্রস্তুতি গ্রহন আসেন। লালদিঘী জব্বারের বলী খেলায় এই নিয়ে ৬ বছর অংশগ্রহণ করা বরিশালের একমাত্র প্রতিযোগী আমি তসলিম বলী। হয়তো আরো কেও থাকতেও পারে কিন্তু আমার জানা নেই। তিনি বলেন, বরিশালের হয়ে প্রতিনিধিত্ব করতেই প্রত্যেক বছর তিনি অংশগ্রহণ করেন।
বলীখেলা, যা এক বিশেষ ধরনের কুস্তি খেলা। এই খেলায় অংশগ্রহণকারীদেরকে বলা হয় বলী। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কুস্তি ‘বলী খেলা’ নামে পরিচিত। চট্টগ্রামের লালদিঘী ময়দানে প্রতিবছরের ১২ বৈশাখে অনুষ্ঠিত হয় জব্বারের বলী খেলা।
১৯০৯ সালে চট্টগ্রামের বদরপাতি এলাকার ধনাঢ্য ব্যবসায়ী আবদুল জব্বার সওদাগর এই প্রতিযোগিতার সূচনা করেন। তার মৃত্যুর পর এই প্রতিযোগিতা জব্বারের বলী খেলা নামে পরিচিতি লাভ করে। জব্বারের বলী খেলা একটি জনপ্রিয় ও ঐতিহ্যমন্ডিত প্রতিযোগিতা হিসেবে বিবেচিত। বলী খেলাকে কেন্দ্র করে লালদিঘী ময়দানের আশেপাশে প্রায় তিন কিলোমিটার জুড়ে বৈশাখী মেলার আয়োজন হয়। এটি বৃহত্তর চট্টগ্রাম এলাকার সবচেয়ে বৃহৎ বৈশাখী মেলা।

ভারতবর্ষের স্বাধীন নবাব টিপু সুলতানের পতনের পর এই দেশে বৃটিশ শাসন শুরু হয়। বাঙালি সংস্কৃতির বিকাশ এবং একইসঙ্গে বাঙালি যুবসম্প্রদায়ের মধ্যে ব্রিটিশবিরোধী মনোভাব গড়ে তোলা এবং শক্তিমত্তা প্রদর্শনের মাধ্যমে তাদের মনোবল বাড়ানোর উদ্দেশ্যে চট্টগ্রামের বদরপতি এলাকার ব্যবসায়ী আবদুল জব্বার সওদাগর বলী খেলা বা কুস্তি প্রতিযোগিতার প্রবর্তন করেন। ১৯০৯ সালের ১২ বৈশাখ নিজ নামে লালদীঘির মাঠে এই বলী খেলার সূচনা করেন তিনি। ব্যতিক্রমধর্মী ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের জন্য ব্রিটিশ সরকার আবদুল জব্বার মিয়াকে খান বাহাদুর উপাধিতে ভূষিত করলেও তিনি তা প্রত্যাখ্যান করেন। ব্রিটিশ ও পাকিস্তানি আমলে বৃহত্তর চট্টগ্রাম ছাড়াও বার্মার আরাকান অঞ্চল থেকেও নামী-দামি বলীরা এ খেলায় অংশ নিতেন। এবারের ফাইনাল চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ। ১ম রাউন্ড জয়ের বিষয়ে তসলিম বলী বলেন, আমি পেশাগত অভিজ্ঞতা নিয়ে জব্বারের বলী খেলায় অংশগ্রহণ করিনা,আমার অংশগ্রহণ করা আনন্দ পাওয়া ও নিজের ভালো লাগার জন্য। ২০১৪ সালে ১ম অংশগ্রহণ অনেকটা মজার ছলে, বরিশালে থাকা অবস্থায় হাডুডু থেকে শুরু সকল ধরনের খেলাধুলায় অংশগ্রহন করেছি। বিশেষ করে এথলেটিক, বর্শা নিক্ষেপ, চাকতি নিক্ষেপ, লৌহ গোলক খেলায় থানা ও জেলা পর্যায়ে অনেকবার চ্যাম্পিয়ন হয়েছিলাম। তাই ভাবলাম এই জব্বারের বলী খেলা কেনো না খেলে থাকবো। যেই ভাবা সেই কাজ, পাগলামি থেকে শুরু এই জব্বারের বলী খেলা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট