
মোঃ কায়সার , চট্টগ্রাম প্রতিনিধি।
চট্টগ্রাম আদালতে আলোচিত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় আগামী ১৯ জানুয়ারি চার্জ গঠনের তারিখ নির্ধারণ করেছেন আদালত।
আজ বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে চট্টগ্রাম আদালতের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক জাহিদুল হক এ আদেশ দেন।
শুনানিকালে মামলার ২২ জন আসামিকে আদালতে হাজির করা হলেও ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণকে হাজির করা হয়নি। সার্বিক নিরাপত্তার স্বার্থে তাকে আদালতে আনা হয়নি বলে আইনজীবীরা আদালতকে জানান।
এসময় আসামিপক্ষ অভিযোগ করে বলেন, বিচার কার্যক্রম পরিচালনার জন্য তারা আইনজীবী নিয়োগে বাধার মুখে পড়ছেন। তাদের পক্ষে কেউ মামলা নিতে আগ্রহ দেখাচ্ছেন না। এ প্রেক্ষিতে বিচারক প্রয়োজনে রাষ্ট্রপক্ষ থেকে আইনজীবী নিয়োগের আশ্বাস দেন।
শুনানি শেষে আগামী ১৯ জানুয়ারি চিন্ময় কৃষ্ণকে আদালতে হাজির করা এবং একই দিনে মামলার চার্জ গঠনের আদেশ দেন বিচারক।
উল্লেখ্য, গত বছরের ২৬ নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণকে আদালতে হাজির করা হলে তার অনুসারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সময় ধারালো অস্ত্রের আঘাতে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন।
এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় ৩৯ জনকে আসামি করে ইতোমধ্যে পুলিশ আদালতে চার্জশিট দাখিল করেছে।
Leave a Reply