1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ০৫ জানুয়ারী ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেতাগী আনজুমানে রহমানিয়ার আর্ন্তজাতিক মানের শিক্ষক প্রশিক্ষণ ও পঞ্চবার্ষিকী পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত চট্টগ্রাম-১৩ আসনে মনোনয়ন বাতিলের তালিকায় আব্বাস- মুজিব এনএসডিএ নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের মতবিনিময় বাঘাইছড়িতে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইউএই প্রবাসী সাংবাদিকদের শোক প্রকাশ সুরপঞ্চম সংগীত নিকেতনের বার্ষিক পরীক্ষায় চার শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণ অস্ট্রেলিয়ায় বাংলাদেশি মাছুমের ফ্যাশন সাফল্য চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে ‘সুন্নাহ স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল’-এর “শুভ উদ্বোধন” সাংবাদিক সোহেলের পিতার মৃত্যুতে আনোয়ারা সাংবাদিক সমিতি’র শোক চট্টগ্রামে ভুয়া সাংবাদিক চক্রের দৌরাত্ম্য,চাঁদাবাজির অভিযোগে দুইজন গ্রেফতার

চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে ‘সুন্নাহ স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল’-এর “শুভ উদ্বোধন”

  • সময় শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ৩৮ পঠিত

মোহাম্মদ মনিরুল ইসলাম রিয়াদ

স্টাফ রিপোর্টার

বন্দরনগরী চট্টগ্রামের প্রাণকেন্দ্র চান্দগাঁও এলাকায় আধুনিক ও নৈতিক শিক্ষার সমন্বয়ে যাত্রা শুরু করল ‘সুন্নাহ স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল’। শনিবার (৩ জানুয়ারি ২০২৬) সকালে বহদ্দারহাটস্থ আর.বি কনভেনশন হল প্রাঙ্গণে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে স্কুলটির শুভ উদ্বোধন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডা. শাহাদাত হোসেন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আজাদী পত্রিকার সম্পাদক লায়ন এম. এ. মালেক। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সুন্নাহ স্কলার্স স্কুলের চীফ এডভাইজর, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ নাজিম উদ্দীন। সুন্নাহ স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান প্রফেসর ড. নু. ক. ম. আকবর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সুন্নাহ স্কলার্স অ্যালায়েন্সের চেয়ারম্যান আলহাজ মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক লায়ন মোহাম্মদ মনজুর আলম পিএমজেএফ, চট্টগ্রাম দক্ষিণ জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাস্টার মুহাম্মদ শহিদুল ইসলাম, লিবার্টি স্কুলের চেয়ারম্যান মাহবুব সেলিম, এয়াকুব আলী স্কুলের পরিচালক মুহাম্মদ মুজাম্মেল হোসেন প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন লায়ন রফিকুল হাসান মানিক, ইঞ্জিনিয়ার নুরুল আলম, কাজী নাফিস মাহমুদ, আয়কর আইনজীবী নুরুল হায়দার, আহিয়ার্ক পাবলিকেশনের স্বত্তাধিকারী কাজী আসিফ আশরাফী, মুহাম্মদ আজিজুর রহমান, মাওলানা মুনির উদ্দিন সোহেল, মুহাম্মদ নাছের, মুহাম্মদ জাহাঙ্গীর আলম সিকদার, প্রভাষক নুরুল ইসলাম বাবু, মাওলানা মুহাম্মদ ছালামত আলী, ইঞ্জিনিয়ার বদরুদ্দোজা আনিস, ভিটেজ কোচিংয়ের পরিচালক মুহাম্মদ ওমর ফারুক, মুহাম্মদ মাসুদুল করিম, মুহাম্মদ মিজানুর রহমান, মুহাম্মদ সিরাজুল মোস্তফা, খন্দকার ইরশাদুল আলম হীরা, মুহাম্মদ রেজাউল হোসাইন জসিম, মুহাম্মদ রাসেল, মুহাম্মদ হামিদ, এস এম রাশেদ চৌধুরী, মুহাম্মদ মোস্তফা আমিন, আহমদ রেযা আকিব প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রামকে একটি আধুনিক ও স্মার্ট সিটি হিসেবে গড়ে তুলতে সুন্নাহ স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুলের মতো মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান সমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি শিশুদের স্বাস্থ্য ও পুষ্টির উপর বিশেষ গুরুত্ব দিতে হবে। উদ্বোধক এম. এ. মালেক বলেন, সময়ানুবর্তিতা ও শৃঙ্খলার উপর বিশেষ গুরুত্ব দিতে হবে। আন্তর্জাতিক মানের পাঠ্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক চরিত্র গঠন এবং যুগোপযোগী দক্ষতা অর্জনে এই প্রতিষ্ঠানটি বিশেষ ভুমিকা রাখবে বলে মতামত ব্যক্ত করেন অনুষ্টানের সভাপতি ড. নু.ক.ম আকবর হোসেন।অনুষ্ঠানে নগরীর বিভিন্ন এলাকা থেকে অভিভাবকরা তাদের সন্তানদের নিয়ে উপস্থিত হন। তারা ক্যাম্পাস, ইনডোর- আউটডোর গেইম জোন ঘুরে দেখেন। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষাবিদ, অভিভাবক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট