চট্টগ্রাম প্রেসক্লাবে গতকাল ২৩ সেপ্টেম্বর গো-এডুকেট কনসালটেন্সি এবং ইউনিক সল্যুশন বিডি-এর যৌথ উদ্যোগে একটি শিক্ষামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিদেশে উচ্চশিক্ষার সুযোগ নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে অস্ট্রেলিয়া, ইউরোপসহ বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ, কনসালটেন্সি সার্ভিস, ভিসা প্রসেসিং ও নানাবিধ সুবিধা সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন (BHRF)-এর মহাসচিব অ্যাডভোকেট জিয়া হাবিব আহসান। তিনি তাঁর বক্তব্যে বলেন, “চট্টগ্রামে দীর্ঘদিন পর একটি শিক্ষাবান্ধব ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান গড়ে উঠেছে, যা নিঃসন্দেহে শিক্ষার্থীদের জন্য ইতিবাচক দিক।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আয়কর আইনজীবী জাহাঙ্গীর আলম পাটওয়ারী, অভিযাত্রী পত্রিকার সম্পাদক এম.এইচ সোহেল। অনুষ্ঠান উপস্থাপনা করেন এড মীর মুহাম্মদ ফেরদৌস আলম সেলিম।
এছাড়া চট্টগ্রামের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন। প্রাইভেট শিক্ষার্থীদের সংগঠন PUNAB-এর প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের কো-অর্ডিনেশন করেন সৈয়দ নাদিমুল আহসান, সিওও, গো-এডুকেট।
Leave a Reply