আবদুল মামুন ফারুকী :
গতকাল ১১ জুন(মঙ্গলবার) চট্টগ্রাম কলেজে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। কলেজ অডিটোরিয়ামে অনুষ্টিত এ প্রতিযোগিতায় ১৫টি বিভাগ অংশগ্রহণ করে। চূড়ান্ত পর্যায়ে অর্থনীতি বিভাগকে হারিয়ে রসায়ন বিভাগ চ্যাম্পিয়নশিপ অর্জন করে। এ বিতর্ক প্রতিযোগিতায় শ্রেষ্ঠবক্তা নির্বাচিত হন রসায়ন বিভাগের শিক্ষার্থী স্বস্তিকা মল্লিক। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ প্রফেসর মোজাহেদুল ইসলাম চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর সুব্রত বিকাশ বড়ুয়া। অনুষ্ঠানটি সঞ্চালনায় করেন মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক হাসান তানভীর। মনোজ্ঞ বির্তক অনুষ্ঠানটি পরিচালনা করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক জনাব আনোয়ার মালেক মজুমদার। অতিথিবৃন্দ চট্টগ্রাম কলেজকে মেধাবীদের উর্বর ভূমি হিসেবে আখ্যায়িত করেন এবং শিক্ষার্থীদের সহপাঠক্রমিক কার্যক্রমে অংশগ্রহণের জন্য উদ্বুদ্ধ করেন। এতে সভাপতিত্ব করেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক শামীমা বেগম। এ সময় চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতিতে মুখরিত হয় কলেজ অডিটোরিয়াম হল।
Leave a Reply