1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
মা এ পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ – আলমগীর আলম চট্টগ্রাম জামেয়া মহিলা কামিল মাদরাসায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন পাথরঘাটা ঐক্য পরিষদের উদ্যোগে ৩টি স্কুলে ছাত্র/ছাত্রীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ লাইসেন্স ছাড়াই মুদি দোকানে ওষুধ বিক্রি: ঝুঁকিতে শোভনদন্ডি–হিলোচিয়া ও মহাজন হাট এলাকার সাধারণ মানুষ” লায়ন সি এস কে সিদ্দিক ফরহাদ চৌধুরীর মৃত্যুতে জনকল্যাণ আবাসিক সমিতির শোক উওর দিগন্তের উদ্যোগে মেধাবী ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ ভারত থেকে বাংলাদেশের চাল আমদানির অনুমতি দিয়েছে সরকার জন্মদিনে সন্তানের প্রতি বাবার লেখা চট্টগ্রামের মেয়র ডা. শাহাদাতের পদত্যাগ দাবি করেছে এনসিপি সীতাকুণ্ডে সন্ত্রাসী হামলায় RAB সদস্যের মৃত্যু

চট্টগ্রাম জামেয়া মহিলা কামিল মাদরাসায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

  • সময় মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ৩৭ পঠিত

 

অদ্য ২০.০১.২০২৬ খ্রি. মঙ্গলবার সকাল ১১ টায় চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা কামিল মাদরাসার ১ম শ্রেণি থেকে ফাযিল শ্রেণি পর্যন্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, পুরস্কার বিতরণী ও সম্মাননা প্রদান অনুষ্ঠান মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে ।

পবিত্র কুরআন তেলাওয়াত ও নাতে রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশনের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা মাদরাসার গভর্নিং বডির চেয়ারম্যান জনাব আমির হোসেন সোহেল।

প্রধান অতিথি ছিলেন আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সেক্রেটারি জেনারেল আলহাজ্ব আনোয়ার হোসেন।

স্বাগত বক্তব্য প্রদান করেন আনজুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ডের চেয়ারম্যান ড. নূ. ক.ম আকবর হোসেন। তিনি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের অসামান্য সাফল্যকে অনন্য ও বিরল হিসেবে উল্লেখ করে- সাফল্যের স্বাক্ষর বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে শিক্ষার্থীদের উদ্ধুদ্ধ করেন।

অনুষ্টানের সভাপতি মহোদয় তাঁর বক্তব্যে- কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং মাদরাসার উত্তরোত্তর সফলতায় উচ্ছাস প্রকাশ করে মহান রাব্বুল আলামীন ও তাঁর প্রিয় রাসূল (দঃ)মশায়েখ হযরাতে কেরামের দরবারে শোকরিয়া,আনজুমান ট্রাস্ট, জামেয়া মহিলা মাদ্রাসার গভর্নিং বডির কর্মকর্তাবৃন্দ, মাদরাসার শিক্ষক-শিক্ষিকামন্ডলী, কর্মকর্তা, শিক্ষার্থী, শুভাকাঙ্ক্ষী ও অভিভাবকবৃন্দের কৃতজ্ঞতা ও মোবারকবাদ জ্ঞাপন করেন। তিনি শিক্ষার্থীদেরকে যোগ্য আলেমেদ্বীন হওয়ার সাথে সাথে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় তৈরি হওয়ার আহবান জানান।

এতে আরো উপস্থিত ছিলেন-জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার সুযোগ্য শায়খুল হাদীস হযরত আল্লামা হাফেজ সোলাইমান আনসারি,সাবেক অধ্যক্ষ মুফতি অসিউর রহমান আল কাদেরি,মুফতি কাজী আব্দুল ওয়াজেদ,আঞ্জুমান রিসার্চ সেন্টারের মহাপরিচালক এম এ মন্নান, আনজুমান ট্রাস্টের সম্মানিত এডিশনাল জেনারেল সেক্রেটারি ও মাদরাসার জি.বি সদস্য আলহাজ্ব মোহাম্মদ সামশুদ্দিন, এসিস্ট্যান্ট সেক্রেটারি গিয়াসউদ্দিন শাকের, কেবিনেট মেম্বার আলহাজ্ব পেয়ার মোহাম্মদ কমিশনার, আলহাজ্ব মোহাম্মদ হোসাইন খোকন, মাদরাসার জি.বি সদস্য জনাব মোহাম্মদ মাহমুদ নেওয়াজ, মাদরাসার উপাধ্যক্ষ ড. সাইফুল আলমসহ সকল শিক্ষক- শিক্ষিকা , শিক্ষার্থী, অভিভাবক ও কর্মকর্তা-কর্মচরী উপস্থিত ছিলেন।

অনুষ্টানে অধ্যক্ষ ড. সরওয়ার উদ্দিন তাঁর বক্তব্যের শুরুতে
সাবেক সভাপতি মরহুম আবু মোহাম্মদ তবিবুল আলম, আনজুমানের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মরহুম আলহাজ্ব মোহাম্মদ মহসিন ও জয়েন্ট জেনারেল সেক্রেটারি আলহাজ্ব সিরাজুল হকের মহিলা মাদরাসার জন্য তাঁদের অসামান্য অবদানের কথা তুলে ধরেন ও মাগফিরাত কামনা করেন।

দ্বীনি এ শিক্ষা প্রতিষ্ঠান- ১৯৯৬ সালে আওলাদে রাসূল (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) পীরে বাঙ্গাল আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ (মুঃ জিঃ আঃ) এর নুরানি হাতে প্রতিষ্ঠার পর হতে ইসলামী আদর্শালোকে নারী শিক্ষায় অগ্রণী ভূমিকা রাখছে উল্লেখ করে মাদরাসার বিভিন্ন সাফল্যের সংক্ষিপ্ত চিত্র তুলে ধরেন।

তিনি বলেন- দেশের বৃহত্তর দ্বীনি সংস্থা আনজুমান এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় সুপরিচালিত অত্র প্রতিষ্ঠান ইতোমধ্যে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৬, ২০১৭, ২০১৮ প্রতিযোগিতায় থানা ও চট্টগ্রাম জেলা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে পুরষ্কারপ্রাপ্ত এবং বিভাগীয় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে সরকার কর্তৃক স্বীকৃতি ও গৌরব অর্জন করেছে। এছাড়াও অসংখ্য শিক্ষার্থীরা আঞ্চলিক, জেলা, বিভাগীয় ও জাতীয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় ও বিভিন্ন ক্যাটাগরিতে পুরষ্কারপ্রাপ্ত হওয়ার গৌরব অর্জন করেছে। এসব সফলতার জন্য মশায়েখ হযরাতে কেরাম, পরিচালনা পর্ষদ, শিক্ষকমণ্ডলী, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষী সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

পরিশেষে শিক্ষার্থীদের সার্বিক, সফলতা, প্রিয় মাতৃভূমি বাংলাদেশসহ বিশ্ববাসীর কল্যাণ এবং মুক্তি কামনা করে জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার সুযোগ্য প্রধান মুফতি আল্লামা কাজী আব্দুল ওয়াজেদ মু জি আঃ এর দোয়া-মুনাজাত ও তাবরুক বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট