আমিনুল হক রিপন, চট্টগ্রামঃ
“তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে” প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ২ মার্চ জাতীয় ভোটার দিবস ২০২৫ পালিত হয়েছে।
দিবস পালনের অংশ হিসেবে বর্ণাঢ্য র্যালি ও চট্টগ্রাম সার্কিট হাউজ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম বিভাগের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জনাব মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম ড. মোঃ জিয়াউদ্দীন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে চট্টগ্রাম এর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব ফরিদা খানম এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পুলিশ সুপার (এ্যাডমিন এন্ড ইনটেলিজেন্স), (অতিরিক্ত ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত) জনাব সঞ্জয় সরকার।
আলোচনা সভা ও র্যালিতে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ কামরুজ্জামানসহ জেলা প্রশাসন, জেলা পুলিশ, আঞ্চলিক ও জেলা নির্বাচন অফিসের কর্মকর্তাবৃন্দ প্রমুখ।
Leave a Reply