মোঃ মনিরুল ইসলাম রিয়াদ
স্টাফ রিপোর্টার
চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকা থেকে সাড়ে তিন হাজার ইয়াবা ও এ কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কারসহ দুই মাদক কারবারিকে আটক করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ (উত্তর-দক্ষিণ)।
রবিবার (২৫ মে) রাত আনুমানিক রাত সাড়ে ১০টার দিকে নগরের বাকলিয়া থানাধীন এক্সেস রোড লন্ডন বেকারির সামনে থেকে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় মাদক বহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও উদ্ধার করা হয়।
আটককৃত আসামিরা হলেন মো. ইয়াকুব আলী (৩২) ও মো নজরুল ইসলাম (৩৩)।
পুলিশ জানায়, কক্সবাজার থেকে অল্প দামে ইয়াবা ক্রয় করে চট্টগ্রাম শহরের বিভিন্ন স্থানে বেশি দামে সরবরাহ করত তারা।
অনেকদিন যাবত মাদক পাচারে জড়িত তারা। গোপন সংবাদের ভিত্তিতে মাদক বহন করছে এমন খবর শুনে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদের সংশ্লিষ্ট থানায় প্রেরণ করা হবে।
Leave a Reply