1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
পশ্চিম গুজরায় স্বামী স্বরুপানন্দ গিরি মহারাজের ১৫৪তম আবির্ভাব দিবসে আলোচনাও সম্মাননা প্রদান। ১৪শ লোকের ৪৭৫ মিলিয়ন দিরহাম ঋণ মাফ করলেন আমিরাতের প্রেসিডেন্ট আল নাহিয়ান ৩ হাজার বন্দী’কে ক্ষমা করলেন আমিরাতের প্রেসিডেন্ট শেখ জায়েদ “৬৪ জেলার নির্বাচিত নারী উদ্যোক্তা -৬” যৌথ গল্পগ্রন্থে “সেরা গল্প লেখিকা ২০২৫” হলেন যাঁরা সীতাকুণ্ডে সিকিউরসিটি শপিং কমপ্লেক্সের মাসব্যাপী বিক্রয় মেলার উদ্বোধন চট্টগ্রামে সাধু মিষ্টি ভান্ডারকে লাখ টাকা জরিমানা, মাছি, তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতি বোয়ালখালীতে বিদায়ী ইউএনওকে প্রেস ক্লাব নেতৃবৃন্দের শুভেচ্ছা বোয়ালখালীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপির দোয়া মাহফিল খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বোয়ালখালী বহদ্দারপাড়া বিএনপি’র দোয়া মাহফিল অনুষ্ঠিত বোয়ালখালীর ইউএনও মোঃ রহমত উল্লাহকে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী কর্তৃক “লোকবাদক বিনয়বাঁশী” গ্রন্থ উপহার

চট্টগ্রাম-১১ আসনে জামায়াত প্রার্থী শফিউল আলমের সমর্থনে,মহিলা প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত

  • সময় শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ৩০২ পঠিত

বিশেষ সংবাদদাতা, চট্টগ্রাম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য মহিলা প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর ২০২৫) সকাল ১০টায় ইপিজেড এলাকায় অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১১ (ইপিজেড) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব শফিউল আলম।

সমাবেশে তিনি নারী উন্নয়ন, অধিকার ও সামাজিক অংশগ্রহণ বিষয়ে দলের দৃষ্টিভঙ্গি তুলে ধরে বলেন,“দেশের সার্বিক উন্নয়ন ও সমাজে স্থিতিশীলতা আনতে নারী সমাজের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। জামায়াতে ইসলামী সবসময় নারীর ন্যায্য অধিকার, নিরাপত্তা ও সম্মানজনক কর্মপরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা চাই, নারীরা যেন শিক্ষা, প্রশাসন ও কর্মক্ষেত্রে সমানভাবে অংশ নিতে পারেন।”

তিনি আরও বলেন,“আমাদের সমাজে নারীরা কেবল পরিবার নয়, রাষ্ট্র গঠনেরও অন্যতম ভিত্তি। ইসলামের আলোকে নারীর মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য। এ লক্ষ্যেই আমরা একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনের আন্দোলনে কাজ করছি।”

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইপিজেড থানা জামায়াতের আমীর জনাব আবুল মোকাররম। তিনি বলেন,“নারী সমাজকে উপেক্ষা করে কোনো উন্নত রাষ্ট্র গঠন সম্ভব নয়। ইসলাম নারীকে যে মর্যাদা ও অধিকার দিয়েছে, জামায়াত সেই নীতিতেই পরিচালিত। ন্যায়ভিত্তিক সমাজ পরিবর্তনের জন্য নারী নেতৃত্ব আজ সময়ের দাবি।”

বিশেষ মেহমান হিসেবে বক্তব্য রাখেন ৩৯ নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডের আমীর জনাব ওসমান গনি। তিনি বলেন,“পরিবার থেকে রাষ্ট্র—সবখানেই নারীর ভূমিকা অনস্বীকার্য। নারীশিক্ষা ও কর্মসংস্থানে যথাযথ বিনিয়োগ করলে সমাজে স্থিতিশীলতা ও উন্নয়ন নিশ্চিত হবে।”

এছাড়া ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোঃ সাহেদ নারী উন্নয়ন, কর্মসংস্থান ও নিরাপত্তা বিষয়ক তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বলেন, “নারীর অর্থনৈতিক স্বাবলম্বিতা ছাড়া সমৃদ্ধ সমাজ গঠন সম্ভব নয়। স্থানীয় পর্যায়ে নারী উদ্যোক্তা ও কর্মসংস্থানে সহায়ক পদক্ষেপ গ্রহণ করা হবে।”

সমাবেশে আলোচনার মূল বিষয় হিসেবে গুরুত্ব পায়—১/ নারীর মৌলিক অধিকার প্রতিষ্ঠা”২/ কর্মসংস্থানের সুব্যবস্থা”৩/ রাষ্ট্র ও সমাজ গঠনে নারীর ভূমিকা”৪/ পরিবার গঠনে নারীর দায়িত্ব ও অবদান।

ইপিজেড থানা ও আশপাশের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত শতাধিক নারী প্রতিনিধি সমাবেশে অংশ নেন। তারা আশা প্রকাশ করেন, জামায়াত মনোনীত প্রার্থী নির্বাচিত হলে নারী সমাজের অধিকার, মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার আরও সুসংহত হবে।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি শফিউল আলম উপস্থিত নারীদের ধন্যবাদ জানিয়ে বলেন, “আপনাদের সহযোগিতা ও সচেতনতা আগামী দিনের বাংলাদেশ গঠনে সবচেয়ে বড় শক্তি। সমাজে নারী নেতৃত্ব বিকশিত হলে দেশ এগিয়ে যাবে ন্যায় ও উন্নয়নের পথে।”

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট