মোঃ আলাউদ্দিন, চট্টগ্রাম ডেক্সঃ
চট্টগ্রামের জি ই সি কনভেনশন সেন্টারে ব্যাচ ৯৪ বিডি আয়োজনে প্রায় ১৫ শতাধিক বন্ধুর উপস্থিতিতে হয়ে গেল মেগা ফ্রেন্ডস ফেস্টিভ্যাল ২০২৫
অনুষ্ঠানের আহবায়ক সাইফুল ইসলাম আজাদ এর সভাপতিত্বে চ্যানেল চ্যানেল আইয়ের জনপ্রিয় উপস্থাপিকা মাহমুদা মাহা এবং সদস্য সচিব মোরশেদ হোসাইনের প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠিত হলো জমকালো এই আয়োজন।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আহবায়ক সাইফুল ইসলাম আজাদ ও প্রদান সমন্বয়ক জাহিদুল হাসান,
শুভেচ্ছা বক্তব্য রাখেন সমন্বয়কারী সেলিম উদ্দীন মানিক, সম্নয়কারী আরিফ জামান, আরো বক্তব্য রাখেন
এডমিন প্যানেলের সদস্য
, মোঃ আলাউদ্দীন
,সরওয়ার রুবেল, হাবিবা হারুন, আনোয়ারা রিনু, সাইফুদ্দিন শিবলু, গোলাম কিবরিয়া, ফোরকান উদদীন, ইয়াসমিন সরকার রিকু, আলী হোসেন, মোঃ সালাউদ্দিন, রাসেদ হাজারী, মহিউদ্দিন ফারুক, রাসেদুুল আবেদীন, এএসএম সায়েম, মোঃ ইসমাইল, নুরনবী প্রমূখ।
উপস্থিত ছিলেন ড,শাহিদুল আলম মিন্টু মোঃ রাসেদ
আবি আব্দুল্লাহ চৌধুরী, এ কে চৌধুরী পাবেল,মজনুন ভূইয়া, হুমায়ন কবির রাসেল,আওরঙ্গজেব মুস্তফা,মোঃ তানভীর, সহ, আয়োজনে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চ মাতান বাংলাদেশে সাড়াজাগানো শিল্পী সানিয়া সুলতানা লিজা, চলচিত্র অভিনেত্রী দীঘির পরিবেশনায় সিনেমাটিক নিত্য অনুষ্ঠানের মঞ্চ কাঁপান, আরো নিত্য পরিবেশন ইভান শাহরিয়ার পরিচালনায় সুহাগ ডান্স গ্রুপের তিন তিনবারের জাতীয় পুরুস্কার প্রাপ্ত চাঁদনীর। নিগার সুলতানা পপি,/এশিয়ান টেলিভিশনের নিয়মিত শিল্লী সুমি হায়দার সহ ৯৪ শিল্পী বন্ধুরা,অনুষ্ঠানের শেষ পর্যায়ে মেগা রেফেল ড্র অনুষ্ঠানের আহবায়ক সাইফুল ইসলাম আজাদ অনুষ্ঠান সমাপ্তি ঘোষনা করেন।
Leave a Reply