1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
আন্দোলনের ত্যাগীদের মূল্যায়ন না হলে লজ্জা ছাড়া কিছু থাকবে না: মোস্তাক আহমেদ খাঁন ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাসস পাঁচলাইশ থানার বর্ণাঢ্য র‍্যালি রাঙ্গামাটি দারুল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও উপহার বিতরণ অনুষ্ঠিত সীতাকুণ্ড জান্নাতুল বানাত হিফয মাদ্রাসার উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সুকণ্ঠ সংগীত বিদ্যার্থী পরিষদ বাংলাদেশ’র অভিষেক ও সাংস্কৃতিক সন্ধ্যা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১০ আসনে নবীন- প্রবীণনের প্রতিদন্ধিতাঃ রাজনীতির মেরুকরণ চট্টগ্রামে ত্রিমুখী র‌্যাব-৭ এর অভিযান—গুলির পর্দা ফাঁস,অস্ত্রসহ ছয় সন্ত্রাসী গ্রেফতার সীতাকুণ্ডে মালবাহী ট্রেন বগি লাইনচ্যুত চট্টগ্রাম হা‌লিশহ‌রে ছুরিকাঘাতে যুবক খুন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ধানের শীষ সমর্থক গোষ্ঠী কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লব উদ্যানে পুষ্পস্তবক অর্পণ

নগরবাসীর দুর্ভোগে ক্ষুব্ধ মেয়র, সংস্কার কাজে স্বচ্ছতা চান

  • সময় সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ১০২ পঠিত

মোঃ শহিদুল ইসলাম
বিশেষ প্রতিনিধিঃ

চট্টগ্রাম নগরীর ভাঙা ও চলাচলের অযোগ্য সড়কগুলো দ্রুত সংস্কারের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। টানা বৃষ্টিপাত এবং সেবা সংস্থাগুলোর খোঁড়াখুঁড়ির ফলে দুরবস্থায় পড়া রাস্তাগুলোর কারণে নগরবাসী যে চরম দুর্ভোগ পোহাচ্ছেন, তা উল্লেখ করে মেয়র বলেন—“এই দুর্ভোগ আর চলতে দেওয়া যাবে না। দ্রুত সংস্কার কাজ শুরু করতে হবে, জনগণের ধৈর্য চরমে উঠেছে।”

সোমবার (৪ আগস্ট) টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে চসিক প্রকৌশল বিভাগ আয়োজিত ‘সড়ক সংস্কার ও জলাবদ্ধতা নিরসন’ বিষয়ক এক জরুরি সভায় তিনি এসব নির্দেশ দেন। মেয়র সংশ্লিষ্ট জোনের নির্বাহী প্রকৌশলীদের কাছে প্রতিটি এলাকার অবকাঠামোগত সমস্যা ও জলাবদ্ধতার পরিস্থিতি সম্পর্কে তথ্য নেন এবং অগ্রাধিকারভিত্তিক সমন্বিত উদ্যোগ নেওয়ার তাগিদ দেন।

তিনি বলেন, “সংস্কার কাজে গাফিলতি সহ্য করা হবে না। ঠিকাদারদের জবাবদিহির আওতায় আনতে হবে। নিম্নমানের নির্মাণসামগ্রী সরবরাহ করলে মামলা করুন, প্রয়োজনে ওয়ার্ক অর্ডার বাতিল করুন। প্রকৌশলীর দায়িত্বে অবহেলা পাওয়া গেলে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নিতে হবে।”

মেয়র আরও বলেন, “বিটুমিনসহ সব নির্মাণসামগ্রীর গুণগত মান ল্যাবরেটরি পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করতে হবে। পাশাপাশি, জলাবদ্ধতা নিরসনে শুধু তাৎক্ষণিক নয়, দীর্ঘমেয়াদী ও টেকসই পরিকল্পনা নিতে হবে।”

নগর নিরাপত্তা প্রসঙ্গে তিনি উদ্বেগ জানিয়ে বলেন, “মুরাদপুর-লালখান বাজার ফ্লাইওভারের নাট-বল্টু চুরি, বেষ্টনী অপসারণসহ বেশ কিছু ঘটনা প্রমাণ করে কিশোর গ্যাং এবং মাদকসেবীরা সক্রিয়। পুলিশকে কঠোর নজরদারিতে যেতে হবে এবং প্রশাসনের পক্ষ থেকে কাউন্সেলিং ও পুনর্বাসন কর্মসূচিও নিতে হবে।”

সভায় চসিক প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফরহাদুল আলম এবং নির্বাহী প্রকৌশলীরা—আশিকুল ইসলাম, আনোয়ার জাহান, রিফাতুল করিম, তাসমিয়া তাহসিন, মাহমুদ শাফকাত আমিন ও শাফকাত বিন আমিন উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট