বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি :
সৎ নেতৃত্ব খোঁজার পাশাপাশি সৎ নাগরিক হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
রোববার রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার গোমদণ্ডী ফুলতল চত্বরে অনুষ্ঠিত এনসিপির এক পথসভায় তিনি এসব কথা বলেন।
পথসভায় শহীদ ওমরের স্মৃতিচারণ করে হাসনাত আবদুল্লাহ বলেন, “পৃথিবীর আর কোথাও নজির নেই, ক্ষমতা টিকিয়ে রাখার জন্য পাখির মতো গুলি করে মারার। দীর্ঘ লড়াইয়ের পর, জুলাই-আগস্টের সেই ভয়াল দিনে শহীদ ও আহতদের রক্তের বিনিময়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। এই নতুন বাংলাদেশে আমরা কখনও চাই না রাষ্ট্রীয় বাহিনী বা বিচার বিভাগকে ক্ষমতা রক্ষার অস্ত্র হিসেবে ব্যবহার করা হোক।”
তিনি আরও বলেন, “আমরা চাই একটি সুন্দর বাংলাদেশ গড়তে বোয়ালখালীবাসীর সঙ্গে এনসিপির দীর্ঘ পথচলা হোক।”
পথসভায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা বলেন, “কোনো স্বাধীন দেশে রাষ্ট্র এভাবে খুন করতে পারে না, রাষ্ট্রের কোনো বাহিনী খুন করতে পারে না। আমরা আর সেই ভয়াবহ বাংলাদেশে ফিরে যেতে চাই না। বছরের পর বছর বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও গুম হয়েছে। সবাইকে সজাগ থাকতে হবে, যাতে আবার সেই পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে।”
তিনি আরও বলেন, “যে সংবিধানের অধীনে গুম-খুন হয়েছে, সেই সংবিধান আমাদের আর প্রয়োজন নেই। আমাদের একটি নতুন সংবিধান লাগবে। বাংলাদেশ বদলাবে—এ বাংলাদেশ আর কখনও ফিরে যাবে না সেই জুলাই-আগস্টের বিধ্বংসী, ভয়াবহ দিনে। এনসিপিকে সঙ্গে নিয়ে জনগণের সহযোগিতায় আমরা এই বাংলাদেশ পরিবর্তন করে ছাড়ব।”
এসময় আরও উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম সদস্য সচিব মীর আরশাদুল হক, যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা আলম মিতু, মো. আতাউল্লাহ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জুবাইরুল আলম মানিক, সংগঠক নাজমুস সাকিব তামিম, আরিফুস সাকিব যামিম, ফয়সাল উদ্দিন রায়হান, আরিফুল ইসলাম, ওবায়দুল মোস্তফা মাহির প্রমুখ।
Leave a Reply