আনোয়ার হোছাইন,(নাইক্ষ্যংছড়ি) প্রতিনিধিঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের মেহেরপুর গ্রামে খেলতে গিয়ে ঝিরির কুপে পড়ে মো. তাকরিম (৪) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৩ মে) বিকেল আনুমানিক ৩টা ৪৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত শিশু তাকরিম মেহেরপুর এলাকার বাসিন্দা আব্দুল গফুর ও সেলিনা আক্তারের ছেলে। অন্যান্য দিনের মতোই সে খেলতে বের হয়েছিল। খেলার সময় অসাবধানতাবশত সে বাড়ির পাশের একটি ঝিরির কুপে পড়ে যায়। স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে তার মৃত্যু হয়।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের প্রশাসক মো. মাহবুব এলাহি বলেন, “এমন করুণ মৃত্যুতে আমরা শোকাহত। এলাকাবাসীকে অনুরোধ করছি, ঝুঁকিপূর্ণ জলাশয়গুলো ঢেকে রাখা বা নিরাপত্তা বলয় তৈরির বিষয়ে সচেতন হোন।”
৩৪ বিজিবির চাকঢালা বিওপির দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তা জানান, “ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটি খেলতে গিয়ে অসাবধানতাবশত ঝিরির পানিতে পড়ে যায়।”
নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসরুরুল হক বলেন, “শিশুটির মৃত্যুকে অপমৃত্যু হিসেবে প্রাথমিকভাবে বিবেচনা করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তারা ময়নাতদন্ত ছাড়াই দাফনের আবেদন করায় প্রয়োজনীয় প্রক্রিয়া চলমান রয়েছে।”
শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা পরিবারটির পাশে দাঁড়িয়েছেন।
Leave a Reply