আনোয়ার হোছাইন(নাইক্ষ্যংছড়ি) প্রতিনিধিঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে পুলিশের অভিযানে দুই হাজার পিস বার্মিজ ইয়াবাসহ এক যুবককে আটক করেছে ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের টিম।
বুধবার (১৫ মে) দুপুর ১২টা ৪৫ মিনিটে ঘুমধুম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে অবস্থিত টিভি টাওয়ার সংলগ্ন পুলিশ চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিঃ) এম এস কিবরিয়া। সঙ্গে ছিলেন এএসআই (নিঃ) আবুল কাশেম এবং সঙ্গীয় পুলিশ সদস্যরা।
আটককৃত যুবকের নাম মোঃ ওসমান গনী (৩০)। তিনি কক্সবাজার সদর উপজেলার জিলংঝা হাজী পাড়ার গুরা মিয়া ও গুল বাহারের পুত্র। অভিযানের সময় তার কাছ থেকে ২ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
এ বিষয়ে, ঘুমধুম তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্টে তল্লাশি জোরদার করা হয়। এক পর্যায়ে সন্দেহভাজন মোটরসাইকেল আরোহীকে থামিয়ে তল্লাশি চালালে ইয়াবার চালানটি উদ্ধার হয়। আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”
স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্তবর্তী ঘুমধুম এলাকা মাদক পাচারের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে পরিচিত। নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে পুলিশ মাদকের করিডোর দমনে সক্রিয় রয়েছে।
আটক যুবককে নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তরের পর প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
Leave a Reply