আনোয়ার হোছাইন,
(নাইক্ষ্যংছড়ি) বান্দরবানঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আমদানি নিষিদ্ধ ১২৫ কেজি টেস্টিং সল্ট সহ রাবেয়া আক্তার নামের এক মহিলা পাচারকারী ’কে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ৩৪ (বিজিবি)।
সোমবার সকাল ১০ টার দিকে কক্সবাজারস্থ ৩৪ বিজিবি’র তুমব্রু বিওপির একটি আভিযানিক দল তুমব্রু বাজারে এ অভিযান পরিচালনা করেন। এ সময় ৫ বস্তা টেস্টিং সল্ট সহ এক পাচারকারী মহিলাকে আটক করেন।
আটককৃত পাচারকারী রাবেয়া আক্তার ঘুমধুম ইউনিয়নস্থ ২ নং ওয়ার্ড’র কোনার পাড়ার বাসিন্দা নুরুল কবিরের স্ত্রী।
৩৪ বিজিবি এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেন, জব্দ করা টেস্টিং সল্ট সহ ধৃত পাচারকারী মহিলা’কে নাইক্ষ্যংছড়ি থানায় সোপর্দ করে চোরাচালান আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
Leave a Reply