1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
প্রত্যয়ের ১৫ বছর পূর্তি উপলক্ষে প্রীতি সম্মিলন ও আনন্দ আড্ডা আল্লামা কাজী নুরুল ইসলাম হাশেমী (রাহ.) : আলোকিত রাহবার। -সোহেল মো. ফখরুদ-দীন কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি বৈষম্যবিরোধী মামলায় গ্রেপ্তার রাঙ্গামাটিতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী জনির মৃত্যু। চট্টগ্রাম জেলা প্রেস ক্লাবের জরুরি সভা অনুষ্ঠিত দুবাই গোল্ড সূকে নতুন বিনিয়োগে এগোচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা চট্টগ্রামে অপরাধ অনুসন্ধান পত্রিকার ৭ম বর্ষপূর্তি: সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি পটিয়ায় কচুয়াই নতুন বাড়ি ওয়েলফেয়ার সোসাইটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন বুড়িগঙ্গা নদী থেকে কয়েক ঘন্টার ব্যবধানে ০৪ জনের মরদেহ উদ্ধার বাঘাইছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে সমাপণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান: খড়ের গাদা থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার

  • সময় বুধবার, ৭ মে, ২০২৫
  • ১৯৩ পঠিত

আনোয়ার হোছাইন,(নাইক্ষ্যংছড়ি) প্রতিনিধিঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৩৪ বিজিবি)।

বুধবার (৭ মে) দুপুরে কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) একটি বিশেষ অভিযানে আলী হোসেন নামের এক স্থানীয় ব্যক্তির খড়ের গাদা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

৩৪ বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তুমব্রু বিওপি’র একটি বিশেষ টহল দল সকাল থেকেই ঘুমধুম ইউনিয়নের মধ্যপাড়া এলাকায় কৌশলগত অবস্থান নেয়। একপর্যায়ে একটি কাপড় মোড়ানো ব্যাগ সন্দেহভাজনভাবে খড়ের গাদায় লুকিয়ে রাখতে দেখে সদস্যরা। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারীর সদস্যরা তুমব্রু’র মধ্যপাড়া খাল পেরিয়ে সুযোগে মিয়ানমারের ভিতরে পালিয়ে যায়। পরে উদ্ধার করে ব্যাগ খুলে দেখা যায়, তাতে বার্মিজ ইয়াবা ভর্তি প্যাকেট রয়েছে। মোট ১০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়, যার বাজারমূল্য কোটি টাকার উপরে বলে ধারণা বিজিবি’র।

৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন,”আমরা মিয়ানমার থেকে ইয়াবা প্রবেশের সুনির্দিষ্ট তথ্য পেয়েছিলাম। সেই অনুযায়ী তুমব্রু সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়েছে। এগুলো মালিকবিহীন অবস্থায় পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

তিনি আরও বলেন,”সীমান্ত এলাকায় মাদকের বিরুদ্ধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে এবং থাকবে। মাদকচোরাকারবারীদের ঠেকাতে আমরা সর্বদা  প্রস্তুত।”

এদিকে, স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহল এ প্রতিবেদককে বলেন, সীমান্তবর্তী এলাকায় দীর্ঘদিন ধরেই মাদক চোরাচালানকারীরা সক্রিয়। তবে বিজিবির অভিযান আগের তুলনায় আরও জোরদার হওয়ায় এসব অপরাধ অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।

উল্লেখ্য, নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ও তুমব্রু সীমান্ত দীর্ঘদিন ধরে মাদক পাচারের জন্য ব্যবহৃত হয়ে আসছে। তবে বিজিবি নিয়মিত অভিযান ও গোয়েন্দা নজরদারি চালিয়ে এসব রুট বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট