1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
আনোয়ারায়  চুরিকৃত স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধারসহ ভাসমান চোর গ্রেপ্তার কুরআনের পাখি থেকে পথচারী উষ্ণতার মানবিক দৃষ্টান্ত স্বপ্নছোঁয়া ফাউন্ডেশন গাউসিয়া কমিটি সারজাহ শাখার নবগঠিত পরিষদের অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত ৩৩০ দুষ্কৃতিকারীকে চট্টগ্রামে প্রবেশ-অবস্থান নিষিদ্ধ করলেন সিএমপি কমিশনার দক্ষিণ বাকলিয়া এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্প আগত রোগীদের বিনামূল্যে চিকিৎসা প্রদান করেন মেয়র ডা. শাহাদাত হোসেন। চট্টগ্রামে চেয়ারম্যান বাড়ি থেকে বিপুল অস্ত্র উদ্ধার, দুই ভাই গ্রেফতার আল আইন রাউজান ঐক্য পরিষদ সভাপতি আজগর চৌধুরীর মাতৃবিয়োগ : গিয়াস কাদের চৌধুরীর শোক প্রকাশ পাহাড়তলীতে সঙ্গীতম সাংস্কৃতিক একাডেমীর প্রতিষ্ঠাবার্ষিকী ও পুরষ্কার বিতরণী সাফল্যের গৌরবময় ২৫ বছরে শাওলিন কুংফু এন্ড উশু একাডেমির জয়তজয়ন্তী পালিত চট্টগ্রাম নগরীর যোগাযোগ ব্যবস্থাকে ঢেলে সাজানো হচ্ছে, চসিক মেয়র

পটিয়াতে ২৪ ঘন্টায় দুই চুরি ও এক আত্মহত্যা

  • সময় বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ১৪৩ পঠিত

পটিয়া (চট্টগ্রাম):

চট্টগ্রামের পটিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধানে ঘটে গেছে তিনটি চাঞ্চল্যকর ঘটনা। দিনেদুপুরে এক প্রবাসীর ঘরে দুর্ধর্ষ চুরি, গভীর রাতে খানকা শরীফে গ্রিল কেটে চুরি এবং পারিবারিক কলহের জেরে এক ব্যক্তির আত্মহত্যা— এসব ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম উৎকণ্ঠা বিরাজ করছে।

প্রবাসীর ঘরে চুরি:
উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নে বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ২টার মধ্যে দুবাই প্রবাসী আকবর সাগরের ঘরে চুরির ঘটনা ঘটে। শ্যালকের মেহেদি অনুষ্ঠানে পরিবারের সবাই বিয়েবাড়িতে গেলে চোরেরা ঘরের পেছনের দরজা ভেঙে আলমিরা থেকে ১০ ভরি স্বর্ণ, নগদ ২ লাখ টাকা ও চারটি দলিল লুট করে।

প্রবাসীর স্ত্রী পারভীন আকতার বলেন, “ভাইয়ের বিয়ের জন্য বিদেশ থেকে আনা স্বর্ণ ও ব্যাংক থেকে উঠানো টাকা সবই চুরি হয়ে গেছে।” পটিয়া থানার ওসি (তদন্ত) যুযুৎসু যশ চাকমা জানান, এ ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

খানকা শরীফে গভীর রাতে চুরি:
এর আগের রাতে জঙ্গলখাইন ইউনিয়নের খানকা-এ কাদেরিয়া ছৈয়্যদিয়া তৈয়্যবিয়া শরীফে চুরির ঘটনা ঘটে। রাত ২টার দিকে দক্ষিণ পাশের গ্রিল কেটে প্রবেশ করে চোরের দল সৌর বিদ্যুতের ব্যাটারি, দুটি দানবাক্স ও নগদ ২ হাজার ৮০০ টাকা নিয়ে যায়।

খানকার ইমাম মওলানা মো. ওসমান জানান, “ফজরের নামাজে উঠেই দেখি গ্রিল কাটা, দরজা খোলা, আর দানবাক্স ও ব্যাটারি নেই।” ইউপি প্যানেল চেয়ারম্যান মো. বখতিয়ার উদ্দিন বকুল ঘটনাটি নিশ্চিত করে জানান, এর আগেও এ খানকায় একাধিকবার চুরি হয়েছে।

ভাইয়ের সাথে ঝগড়ার জেরে আত্মহত্যা:
অপরদিকে বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ ভূর্ষি ইউনিয়নের পূর্ব ডেঙ্গাপাড়ায় পারিবারিক কলহের জেরে বিমল সর্দার (৩৫) আত্মহত্যা করেন। তিনি স্থানীয় টহল সর্দারের ছেলে এবং পমির স্বামী।

স্থানীয়রা জানান, ভাইয়ের সাথে ঝগড়ার পর বিমল মানসিকভাবে ভেঙে পড়ে আত্মহত্যার পথ বেছে নেন। ঘটনাটি এলাকায় শোকের ছায়া ফেলেছে।

 

একই দিনে পরপর চুরি ও আত্মহত্যার ঘটনায় পটিয়ায় আতঙ্ক ও শোক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত চোরচক্রকে গ্রেপ্তার এবং সামাজিক নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট