তোষাদ রায়হানঃ
পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের অন্তর্গত নাইখাইন গ্রামস্থ জেলে পাড়ায় আজ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ১৯টি ঘর সম্পূর্ণ দগ্ধ হয়ে ভষ্মস্থুপে পরিণত হয় এবং পার্শবর্তী আরো প্রায় ৪টি ঘর অর্ধদগ্ধ অবস্থায় পরিণত হয়। জানা যায় মৃত স্বপন সর্দারের বাড়িতে ছেলে জয় সদ্দারের মিউজিক প্লেয়ার চার্জে দিলে এটা শর্টসার্কিট হয়ে আগুনের সুত্রপাত হয়।এতে কারো জীবন হানি না হলেও কেউই তেমন কিছুই বের করতে পারেনি। তাদের ঘরগুলো একটির সাথে অন্যটি ছিল সংযুক্ত তাই আগুন ছড়িয়ে পড়ে নিমিশেই।পরে স্থানীয় দের সহায়তায় ও ফায়ার সার্ভিস এর দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
Leave a Reply