তোষাদ রায়হান:
রামকৃষ্ণ মিশন সেবাশ্রম ,চট্টগ্রাম ও বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ,চট্টগ্রাম এর উদ্যোগে নাইখাইন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ জেলে পাড়াস্থ বাইশ পরিবারকে সাহায্য প্রদান করা হয়।সাহায্য সামগ্রীর মধ্যে ছিল শাড়ি,ধুতি,বেডশীট,কম্বল,চাল,ডাল, লবণ,থালা,আলু, বালতিসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী।
সাহায্য প্রদানের সময় উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশন সেবাশ্রম, চট্টগ্রাম এর স্বামী জীবানন্দ মহারাজ,চট্টগ্রাম দক্ষিণ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ও রামকৃষ্ণ মিশন সেবাশ্রম,চট্টগ্রামের সহ সম্পাদক তাপস হোড়,সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রদীপ কুমার চৌধুরী, মহানগর ঐক্য পরিষদ যুগ্ম সাধারন সম্পাদক সুভাষ দাশ,পটিয়া উপজেলা ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক ও দক্ষিণ জেলা যুগ্ম সাধারণ সম্পাদক তাপস দে,বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ,চট্টগ্রাম এর প্রতিনিধি শ্রী পল্লব চক্রবর্ত্তী,দক্ষিণ জেলা মহিলা ঐক্য পরিষদ সভাপতি রূপসী দাশ, পূর্ব গৈড়লা লোকনাথ ধামের সাধারন সম্পাদক ঝুলন কান্তি দাশ,উত্তম দাশ,যাদব সর্দার প্রমূখ।স্বামী জীবানন্দ বলেন, মানুষ মানুষের জন্য; তাই বিপদে – আপদে ধর্ম – বর্ণ – নির্বিশেষে সকলকে দুর্গতদের সহযোগিতায় মানবিকভাবে এগিয়ে আসতে হবে।
Leave a Reply