1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ১০:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর বৃক্ষরোপন ও বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত  জলবায়ু প্রভাব মোকাবেলায় সচেতনতা মূলক আলোচনা সভা ও গাছের চারা বিতরণ বাংলাদেশ হজ্জে বাইতুল্লাহর হাজীদের বার্ষিক পুনর্মিলনী ও ফরম বিতরণ অনুষ্ঠান সম্পন্ন সমাজ মূল্যবোধ অবক্ষয়ে তরুণ প্রজন্ম ! আজ তোমরা কোন পথে? – নেছার আহমেদ খান  বান্দরবানে এপেক্স ক্লাব অব সাঙ্গু’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এপেক্স বাংলাদেশের জেলা গভর্নর সৈয়দ মিয়া হাসান কৃষিক্ষেত্রে নারীর অবদান ও স্বীকৃতি: প্লাবনী ইয়াসমিন সীতাকুণ্ডে কলেজ কমিটির অভিবাবক সদস্য কে ফুলেল শুভেচছা আশাশুনিতে মুক্তিযোদ্ধা পরিবারের সবাইকে অচেতন করে নগদ অর্থ সহ ১১লক্ষ টাকার মালামাল চুরি রেজা খাঁন বেরলভী(রহ.)’র ১০৭ তম ও নজরুল ইসলাম নঈমী (রহ.)’র ৫ম ওফাত বার্ষিক ওরস মাহফিল অনুষ্ঠিত মেঘনা নদী থেকে সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ উদ্ধার।

পটিয়া থানার রাতভর অভিযান পরিচালনা ডাকাতির মালামাল উদ্ধার ও ডাকাতির প্রস্তুতিকালে ১০জন আসামি গ্রেপ্তার।

  • সময় বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ৬৯ পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

পটিয়া থানাধীন ইন্দ্রপোল গোল চত্ত্বর নিকটবর্তী চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পূর্ব পাশ্বে খাঁজা টাওয়ারের সামনে তিন রাস্তার মোড়ে কতিপয় ডাকাত দল সিএনজি সহ ডাকাতি করার উদ্দেশ্যে সমবেত হয়ে প্রস্তুতি গ্রহণ করে।

গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ এর নেতৃত্বে অফিসার-ফোর্সসহ বর্ণিত ঘটনাস্থলে পৌঁছামাত্রই পুলিশের উপস্থিতি টের পেয়ে কতিপয় ডাকাত পালানোর চেষ্টাকালে আসামী ১। মোঃ ইমরান হোসেন সাজু ২। মোঃ আলমগীর ৩। মোঃ শাহজাহান জুয়েল ৪। মোঃ মাইনুদ্দিন ৫। মোঃ সজীব ৬। মেজবাহ উদ্দিন জিসান ৭। সবুজ আলম ৮। মোঃ আজাদ ৯। মোঃ বিজয় ১০। মোঃ জয়দেরকে ধৃত করেন।

ধৃত ১নং আসামী মোঃ ইমরান হোসেন সাজু পরিহিত প্যান্টের পিছনে কোমরে গোজা অবস্থা হতে (১) ০১টি লোহার তৈরি চাপাতি, যাহার লোহার হাতল সহ দৈঘ্য অনুমান সাড়ে ১৭ ইঞ্চি এবং ডান পকেট হইতে (২) ১টি টিপ ছোরা, যাহা খোলা অবস্থায় দৈর্ঘ্য ১০ ইঞ্চি, ৩ নং আসামী মোঃ শাহজাহান জুয়েল এর বাম হাত হতে (৩) ০১টি কাঠের হাতলযুক্ত লোহার চাকু, যাহার দৈঘ্য অনুমান ১১ ইঞ্চি, ৪ নং আসামী মোঃ মাইনুদ্দিন পরিহিত ট্রাউজারের পিছনে কোমড়ে গোজা অবস্থায় (৪) পলিথিন দ্বারা মোড়ানো ০১টি কাঠের হাতলযুক্ত লোহার চাকু, যার কাঠের হাতল সহ দৈর্ঘ্য অনুমান ১৩(তের) ইঞ্চি, ৫ নং আসামী মোঃ সজীব পরিহিত লুঙ্গির পিছনে কোমরে গোজানো অবস্থা হতে (৫) খবরের কাগজ দ্বারা মোড়ানো ০১টি কাঠের হাতলযুক্ত চাপাতি, যার দৈঘ্য অনুমান সাড়ে ১৭ ইঞ্চি, ৮ নং আসামী মোঃ আজাদ এর বাম হাত হতে (৬) কাঠের হাতলসহ লোহার বাঁকানো দা, দৈঘ্য অনুমান সাড়ে ১৭ ইঞ্চি, ৯ নং আসামী মোঃ বিজয় এর ডান হাত হতে (৭) প্লাস্টিকের হাতল যুক্ত ০১টি লোহার তৈরী সরু স্টিক/ব্যাটন, দৈঘ্য অনুমান ১৬ ইঞ্চি, ধৃত ১০ নং আসামী মোঃ জয় এর ডান হাত হইতে (৮) ০১টি লোহার তৈরী সাবল, দৈর্ঘ্য অনুমান সাড়ে ৩০ ইঞ্চি ধৃত আসামীদের নিজ নিজ হাতে বাহির করে দেওয়ামতে এবং ধৃত ২ নং আসামী মোঃ আলমগীর এর দেখানো ও হেফাজত হতে (৯) ০১টি সবুজ রংয়ের রেজিঃ বিহীন পুরাতন সিএনজি চালিত অটোরিক্সা, যাহার ইঞ্জিন নং-AFZWCF80475 উদ্ধার পূর্বক ০৫/০৩/২০২৫ তারিখ ০২:২০ ঘটিকায় জব্দ তালিকা মূলে জব্দ করে।

ধৃত আসামীগণ উক্ত সময়ে উল্লেখিত আলামত সহ ঘটনাস্থলে সমবেত হওয়ার কারণ সম্পর্কে জানায় যে, ধৃত আসামীগণ সহ পলাতক আসামীরা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে ডাকাতি করার উদ্দেশ্যে জব্দকৃত আলামত সহ ঘটনাস্থলে সমবেত হয়েছিল।

ধৃত আসামীদের ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা আরো জানায় যে, বর্ণিত আসামীগণ সহ পলাতক আসামীরা ইতোপূর্বে বিভিন্ন সময়ে চট্টগ্রাম জেলার বিভিন্নস্থানে মহাসড়কে ডাকাতি করে।

ডাকাতির লুণ্ঠিত মালামাল ৭ নং আসামী সবুজ আলম এর হেফাজতে তার নিজ বাড়ীতে এবং ধৃত ৮ নং আসামী মোঃ আজাদ এর হেফাজতে তার নিজ বাড়ীতে রয়েছে।

ইং-০৫/০৩/২০২৫ তারিখ ০২:৫৫ ঘটিকার সময় ৭ নং আসামী সবুজ আলম এর বসতঘরে উপস্থিত হয়ে তাকে ধৃত করে। উপস্থিত সাক্ষীগণের সম্মুখে ধৃত আসামী সবুজ আলম এর দেখানোমতে এবং ধৃত আসামীদের সনাক্তমতে আসামী সবুজ আলম এর বসতঘরের পাশে স্টোর রুম হতে (১) ০৪টি স্টিলের তৈরি সিএনজির অটোরিক্সার দরজা, (২) ১৮টি কালো ও সিলভার রংয়ের গ্যাস লিফট, (৩) ০১টি কার্টুনে মোড়ানো হালকা গোলাপী/পিংক ট্রলি ব্যাগ, (৪) ০১টি কার্টুনে ESONIC ব্রান্ডের কালো রংয়ের মনিটর, (৫) স্ক্রু রয়েল প্লাগ, ক্যালাম ৩৫ প্যাকেট (৬) NADIA লেখা হালকা সোনালী রংয়ের লগো ০১ প্যাকেট, (৭) একটি লাল রংয়ের লোহার গ্রীল কাটার মেশিন (৮) ০১টি সাদা রংয়ের প্যাকেটজাত এয়ার কন্ডিশনার, যার কার্টুনে এ্যালিট হাইটেক ইন্ড্রাসটিজ লিমিটেড উদ্ধারপূর্বক ০৫/০৩/২০২৫ তারিখ ০৩:২০ ঘটিকায় জব্দ তালিকা মূলে জব্দ করে এবং ধৃত ৮ নং আসামী আসামী মোঃ আজাদ এর বসতবাড়ীতে অভিযান পরিচালনা করে ৮ নং আসামী মোঃ আজাদ এর বসতঘর হতে উপস্থিত সাক্ষীগণের সম্মুখে ধৃত ৮ নং আসামী মোঃ আজাদ এর দেখানোমতে এবং ধৃত আসামীদের সনাক্ত মতে, (১) ০৫(পাঁচ) বস্তা চাউল, যার প্রতিটি বস্তার উপর GREEN APPLE লেখা আছে, (২) ০৩টি খালি গ্যাস সিলিন্ডার, (৩) ০২টি বাইসাইকেল, (৪) ০৩টি এ্যালমুনিয়াম এর ফ্রেম এর বান্ডিল, যার দৈর্ঘ্য অনুমান ১২ ফুট (৫) ০৪ ফুট দৈর্ঘ্যরে এ্যালমুনিয়াম এর তৈরি জানালার ফ্রেম ০৫/০৩/২০২৫ তারিখ ০৪:৩০ ঘটিকায় জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট