1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরাম (বিটিএসএফ) এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সীতাকুণ্ডে গ্রাম পুলিশ সদস্যদের বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন “ধানের শীষের বিজয়ই লক্ষ্য—৩৯নং ওয়ার্ড বিএনপির টানা উঠান বৈঠকে ঐক্যের অঙ্গীকার” চট্টগ্রামমুখী বাসে মদের গোপন রুট—র‌্যাবের অভিযানে ফাঁস ডক্টর মোহাম্মদ ফয়েজ উদ্দিন‌ের আগামীর উন্নত জাতি গঠনে দিকনির্দেশনামূলক সুপারিশ কবিতাঃ বৃষ্টি পড়ে -স্বর্ণা তালুকদার রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নববিবাহিত যুবকের মর্মান্তিক মৃত্যু র‌্যাব-৭ চট্টগ্রামের অভিযানে  এক কোটি ৮০ লক্ষ টাকার ইয়াবা উদ্ধার,পাঁচ মাদক কারবারি আটক মানুষের পাশে থাকার লড়াই—নিজ উদ্যোগে সড়ক মেরামত করলেন শ্রমিকদল নেতা বোয়ালখালীতে তিন ইয়াবা সেবনকারীর সাজা

ফাদার্স এইড জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালেন্ট সার্চ ২৪-বৃত্তি হস্তান্তর

  • সময় রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ১৮৭ পঠিত

নোয়াখালী:

নোয়াখালীর সেনবাগ উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক কালচারাল সেন্টার অডিটোরিয়ামে ফাদার্স এইড বাংলাদেশের উদ্যোগে আয়োজিত “জুনিয়র ইসলামিক স্কলারস টেলেন্ট সার্চ বৃত্তি পরীক্ষা–২০২৪” বৃত্তিপ্রাপ্তদের মাঝে নগদ অর্থ ও শিক্ষা উপকরণ বিতরণী ৯ আগস্ট ২৫ (শনিবার) অনুষ্ঠিত হয় । এ এইচ এম মহিউদ্দিন ও আব্দুল্লাহ আল মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জমিয়াতুল মাদারিসিন বাংলাদেশ সেনবাগ উপজেলার সভাপতি ও সেনবাগ ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আমিরুজ্জামান।
বৃত্তি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টপ স্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সৈয়দ হারুন ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লায়ন সৈয়দ হারুন এম জে এফ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানকির হাট ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি গোলাম আযম, সেনবাগ ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাকির হোসেন, অনুষ্ঠানটি উদ্বোধন করেন ফাদারস এইড জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালপন্ট সার্চ প্রোগ্রামের চীফ কো অর্ডিনেটর- এনায়েতপুর সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা ছায়েদুল হক, চাচুয়া হাজী আলী আকবর আলীম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা বেলায়েত হোসেন, এনায়েতপুর সিনিয়র আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ ও ফাদারস এইড স্কলারশিপ প্রোগ্রামের কো অর্ডিনেটর মাওলানা মোঃ হানিফ, মইজদিপুর আশরাফুল উলুম দাখিল মাদ্রাসার সুপার ও বৃত্তি পরিচালনা কমিটির অন্যতম সদস্য মাওলানা নুরুল ইসলাম, কানকিরহাট ফাজিল মাদ্রাসার সহকারীঅধ্যাপক জাহাঙ্গীর আলম, আম্বিয়া ফাউন্ডেশনানের পরিচালক আনোয়ারুল্লাহ আজাদ, রাজারামপুর বসিরিয়া মাদ্রাসার প্রভাষক মাওলানা আবু সাকের, সিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও সৈয়দ রুহুল আমিন মেমোরিয়াল একাডেমীর সিইও আব্দুস সাত্তার, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মোঃ ইকবাল হোসেন, বিশিষ্ট সমাজসেবক শিক্ষণুরাগী আজম রহিমুল্লাহ চৌধুরী সুজন, সেনবাগ প্রেস ক্লাব সভাপতি সাখাওয়াত হোসেন, উপজেলা প্রেসক্লাব সভাপতি নিজামুদ্দিন খন্দকার, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী সেনবাগ প্রেস ক্লাবের সেক্রেটারি আলাউদ্দিন আলো, কল্যান্দী ফয়জুল উলুম দাখিল মাদ্রাসার সুপার মোহাম্মদ আখতারুজ্জামান, মাদ্রাসা ই-সাউতুল মাদিনার অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান, বিভিন্ন মাদ্রাসার সাবেক- বর্তমান অধ্যক্ষ, সুপারিনটেন্ডেন্ট, সিনিয়র শিক্ষক, প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ বিপুল সংখ্যক অভিভাবক অনুষ্ঠানে উপস্থিত হন।
আগত অতিথিবৃন্দ ফাদারস এইড বাংলাদেশ ও সৈয়দ হারুন ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে শিক্ষা–বান্ধব কর্মসূচির প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এমন আয়োজনে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। বক্তারা মাদ্রাসা শিক্ষার্থীদের কুরআন হাদিসের পাশাপাশি জ্ঞান বিজ্ঞান চর্চায় ব্রতী হওয়ার তাগিদ দেন। ধর্মীয় জ্ঞান অর্জনের পাশাপাশি জাগতিক জ্ঞানে বলিয়ান হয়ে একটি সমৃদ্ধ জাতি গঠনে মাদ্রাসা শিক্ষার্থীরা এগিয়ে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন। প্রধান অতিথি তার বক্তব্যে স্মৃতিচারণ করে ছাত্রদের উদ্দেশ্যে বলেন- ভালো ফলাফল অর্জনের পাশাপাশি তোমাদেরকে হতে হবে ন্যায়নিষ্ঠ, সৌজন্যতাবোধ, সময় জ্ঞান সম্পন্ন মানবিক ও পরিপূর্ণ মানুষ। যাবতীয় গুণে গুণান্বিত হয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণে মাদ্রাসা শিক্ষার্থীরা ঐতিহাসিক ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ফাদারস এইড বাংলাদেশের নির্বাহী পরিচালক এইচ এম মহিউদ্দিন বলেন, “যাঁরা সমাজে মানবিক কাজে নিজেদের নিঃস্বার্থভাবে নিয়োজিত রাখেন, তাঁদের সম্মানিত করতে পারলে আমরা নিজেরা সন্মানিত বোধ করি। যে সমাজ জ্ঞানী ও সমাজহিতৈষীদের মর্যাদা দেবে, সে সমাজে জনহিতকর কাজের প্রতিযোগিতা বাড়বে এবং এভাবেই সুখী–সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে।”
পরে অতিথিবৃন্দ বিভিন্ন প্রতিষ্ঠানের বৃত্তিপ্রাপ্ত ১৪০ শিক্ষার্থীদের হাতে বৃত্তি হিসেবে নগদ অর্থ,ক্রেস্ট, সনদ, বই-খাতাসহ বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেন।

উল্লেখ্য, ২০২৪ সালের নভেম্বর-ডিসেম্বর মাসে অনুষ্ঠিত ফাদারস এইড স্কলারশিপ পরীক্ষায় সেনবাগ উপজেলার বিভিন্ন মাদ্রাসার ১৪০০ ছাত্র–ছাত্রীরা অংশগ্রহণ করে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট