আমিনুল হক রিপন, চট্টগ্রামঃ
ফ্যাসিবাদ বিরোধী ৫ আগস্ট আন্দোলনে বিতাড়িত সালাহউদ্দিন রেজা-দেবদুলাল অবৈধ কমিটি গোপনে ক্লাব তালাবদ্ধ থাকাকালীন সময়ে ক্লাবের সদস্যদের কষ্টার্জিত ব্যাংক একাউন্ট থেকে দশ লক্ষ টাকা তুলে নিয়ে আত্মসাৎ করে।
ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সময় গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী সাংবাদিক ছাত্রজনতা চট্টগ্রাম প্রেস ক্লাব তালা মেরে সীল করে দেয়। এরপর থেকে স্বৈরাচারী হাসিনা সরকারের মদদপুষ্ট ক্লাব থেকে বিতাড়িত তৎকালীন সভাপতি সালাহউদ্দিন রেজার নেতৃত্বে কমিটি বসে ছিলনা। তারা এই তিন মাস সময়ে গোপনে যতটা পারা যায় অতীতের মত ক্লাবের ব্যাংক একাউন্ট থেকে সাংবাদিক সমাবেশের নামে লক্ষ লক্ষ টাকা উত্তোলন করে অভিজাত রেস্তোরা ক্লাবে আনন্দ ফুর্তিতে মেতে উঠে।
প্রেস ক্লাবের হিসাব বিভাগের রেজিস্টারে অনুসন্ধান করে দেখা গেছে, ৫ আগস্ট প্রেস ক্লাব তালা দেয়ার পর বিতাড়িত কমিটি শুধুমাত্র ঐ আগস্ট মাসেই খাবার দাবার ফুর্তি করার নামে প্রেস ক্লাবের ব্যাংকের একাউন্ট থেকে ৩ লক্ষ ৭৭ হাজার টাকা লোপাট করে। দেখা গেছে, ১৩ আগস্ট এন্টারটেইনমেন্ট চা চক্রের নামে ৩৮ হাজার টাকা তুলে নেয় কমিটি। একই কায়দায় কমিটি বিতাড়িত মাস আগস্টের ১৯ তারিখে সিনিয়রস ক্লাবে সাংবাদিক সমাবেশের নামে ২ লক্ষ টাকা খরচ দেখিয়ে লোপাট করে। ঐ মাসে আবারও খাবার দাবার আনন্দ ফুর্তির নামে ২৯ আগস্ট বিতাড়িত কমিটি সালাহউদ্দিন রেজার নেতৃত্বে পিটস্টপ হোটেলে সাংবাদিক সমাবেশের নামে ১ লক্ষ ৫০ হাজার টাকা তুলে নেয়। সেপ্টেম্বর মাসের ২৪ তারিখ মতবিনিময় অনুষ্ঠানের নামে ক্লাবের ব্যাংক একাউন্ট থেকে ১৭ হাজার টাকা খরচ দেখায়। ১৭ অক্টোবর অনুরুপভাবে এন্টারটেইনমেন্ট দেখিয়ে ২৪ হাজার টাকা তুলে নেয়। এভাবে তিন মাস সময়ে খাবার দাবার ফুর্তির খরচ দেখিয়ে মোট ৪ লক্ষ ৩৯ হাজার টাকা ৮৩৩ টাকা আত্মসাৎ করে।
চট্টগ্রাম প্রেস ক্লাবের হিসাব বিভাগের তথ্য অনুযায়ী এসময় বিতাড়িত কমিটির সদস্যরা ৫ আগস্ট পরবর্তী তিন মাস পাঁচ দিন সময়ে ক্লাবের একাউন্ট থেকে নানা খরচের অজুহাতে নগদ ৯ লক্ষ ২৯ হাজার ৬শত টাকা তুলে নিয়ে আত্মসাৎ করে। উচ্চ আদালতে রীট মামলা করার নাম ভাঙ্গিয়ে প্রায় পাঁচ লক্ষ টাকা তুলে নেয় বিতাড়িত কমিটির সদস্যরা। চট্টগ্রাম প্রেস ক্লাবের হিসাব বিভাগ থেকে প্রাপ্ত রেকর্ড অনুযায়ী কমিটির সে সময়কার সভাপতি সালাহউদ্দিন রেজা ও যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ার উচ্চ আদালতে মামলা করতে হবে বলে ২০২৪ সালের ১৬ নভেম্বর একদিনেই টিএ/ডিএ নিজের যাতায়ত খরচসহ ক্লাবের ব্যাংকের একাউন্ট থেকে নগদ ৩ লক্ষ ৪৭ হাজার টাকা তুলে নেয়।
Leave a Reply