আনোয়ার হোসেন
বাঘাইছড়ি প্রতিনিধি
রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় সাম্প্রতিক আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত ১৫১টি পরিবারের মাঝে নগদ অর্থ এবং প্রয়োজনীয় হাইজিন ও গৃহস্থালি সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৪ জুন ২০২৫) সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই সহায়তা প্রদান কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি প্রদীপ চাকমা।
‘Alert BO-62 (Humanitarian Response to Flash Flood Affected Rangamati Sadar & People in Baghaichhari Upazila)’ প্রকল্পের আওতায় আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন এই সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করে।
এই প্রকল্পের আওতায় বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন এলাকা থেকে বাছাই করা ১৫১টি ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ ছয় হাজার টাকা করে প্রদান করা হয়। পাশাপাশি প্রতিটি পরিবারকে স্বাস্থ্যসম্মত জীবনযাপনের জন্য প্রয়োজনীয় দৈনন্দিন সামগ্রীও দেওয়া হয়। এসব সহায়তার মধ্যে ছিল হাত-মুখ ধোয়ার সাবান, টুথব্রাশ ও টুথপেস্ট, স্যানিটারি ন্যাপকিন, থালা-বাসন পরিষ্কারের উপকরণ, পরিষ্কারের কাপড়, ডিটারজেন্ট, তোয়ালে, প্লাস্টিক বালতি, মগ ও বদনা-যা প্রতিটি পরিবারের নিত্যপ্রয়োজনীয় চাহিদা পূরণে সহায়ক হবে।
আয়োজকরা জানান, এই সহায়তা কার্যক্রমটি শুধুমাত্র একটি তাৎক্ষণিক ত্রাণ উদ্যোগ নয়, বরং এটি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর স্বাভাবিক জীবনে ফিরে আসার পথে একটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে। আর্থিক সহায়তার পাশাপাশি স্বাস্থ্যবিধি রক্ষা ও পরিচ্ছন্নতাকে গুরুত্ব দিয়ে প্রস্তুত করা এই প্যাকেজটি মানবিক সাড়া ফেলেছে।
Leave a Reply