বাঘাইছড়ি প্রতিনিধি আনোয়ার হোসেন।
রাঙ্গামাটির বাঘাইছড়িতে সামপ্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাসবাদ প্রতিরোধ ও সামাজিক সমস্যা নিরসন শীর্ষক আলোচনা সভা ও ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট সদস্যদের ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২মে) সকাল ১০ ঘটিকায় উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ইমাম প্রশিক্ষণ হল রুমে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে এই আলোচনা সভা ও রিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বাঘাইছড়ি শাখার ইসলামিক ফাউন্ডেশনের সাধারণ কেয়ারটেকার মোঃ আব্দুর রহমান এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন বাঘাইছড়ি মডেল কেয়ারটেকার মো: বোরহান উদ্দিন।
উক্ত আলোচনা সভা ও কোর্স অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা কার্যালয়ের ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরী।
এসময় বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি সদর উপজেলার ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মো: পেয়ার আহমদ,লংগদু উপজেলার ফিল্ড সুপারভাইজার জনাব মোজাম্মেল হক, বাঘাইছড়ি উপজেলা মডেল মসজিদের খতিব মাওলানা মুফতী সোলাইমান খাঁন, পশ্চিম মুসলিম ব্লক জামে মসজিদের খতিব মাওলানা কবির আহাম্মদ সহ বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও গণ শিক্ষার শিক্ষক শিক্ষিকাগণ।
উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন, ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা, যা সন্ত্রাসবাদ ও সহিংসতাকে কখনোই সমর্থন করে না। ব্যক্তি,পারিবারিক ও রাষ্ট্রীয় জীবনে কুরআন ও সুন্নাহ অনুসরণ করলে সমাজের যাবতীয় সমস্যা সহজেই সমাধান সম্ভব। তাঁরা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) ছিলেন সর্বোত্তম চরিত্রের অধিকারী এবং একজন দক্ষ রাষ্ট্রনায়ক। একজন পরিপূর্ণ মুমিন হতে হলে জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামের নির্দেশনা বাস্তবায়ন করা আবশ্যক।
বক্তারা জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের পার্থক্য তুলে ধরে আরো বলেন, ‘জং’ একটি ফারসি শব্দ যার অর্থ যুদ্ধ, আর ‘জঙ্গি’ মানে যোদ্ধা। অন্যদিকে সন্ত্রাসবাদ হলো নিরীহ মানুষকে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে লক্ষ্য অর্জনের চেষ্টা। অথচ পশ্চিমা বিশ্ব এ দুটি শব্দকে গুলিয়ে দিয়ে ইসলামকে হেয় করছে এবং মুসলমানদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
তারা আরও বলেন, ইসলাম নারীর মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠা করেছে। অথচ একশ্রেণির মানুষ পশ্চিমা সংস্কৃতির অনুসরণ করে ইসলামের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালাচ্ছে।
আলোচনায় ইসলামিক ফাউন্ডেশনের কার্যক্রম, বিশেষ করে মসজিদভিত্তিক শিশু শিক্ষা কার্যক্রমসহ বিভিন্ন প্রকল্পের গুরুত্ব তুলে ধরেন।
Leave a Reply