1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে টাইফয়েডের টিকাদান ১ সেপ্টেম্বর থেকে, মিলবে জন্মসনদ না থাকলেও সীতাকুন্ডে গণ-সংলাপ বাঘাইছড়িতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস২০২৫ উদযাপন ‘আইনশৃঙ্খলার চরম অবনতিতে নাগরিক সমাজের ভূমিকা ও করনীয়’ শীর্ষক আলোচনা সভা বান্দরবান পৌরসভার আয়োজনে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত সীতাকুন্ডে অগ্নিকান্ডে বসত ঘর ছাই নগরবাসীকে ব্যাটারিচালিত অটোরিকশা যানবাহন ব্যবহার না করার অনুরোধ সিএমপির। পেকুয়ায় স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আহছান উল্লাহ’র নেতৃত্বে সড়ক মেরামত প্রবাসে থেকেও সাহিত্যচর্চা চালিয়ে যাওয়া সহজ কাজ নয়- সেই দৃষ্টান্ত রাখলেন সাংবাদিক সাইফুল ইসলাম

বাঘাইছড়িতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস২০২৫ উদযাপন

  • সময় মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ২৮ পঠিত

বাঘাইছড়ি প্রতিনিধি:

‎রাঙ্গামাটির বাঘাইছড়িতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে যুব র‌্যালি, প্রশিক্ষণ সনদ ও ঋণের চেক বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‎মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে “প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিতে অগ্রগতি”—এই স্লোগানকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে।

‎উক্ত যুব দিবস অনুষ্ঠানে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোসাদ্দেক সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির।

‎এসময় বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কাচালং সরকারি ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রধান মীর কামাল হোসেন, বাঘাইছড়ি পৌর বিএনপি’র সভাপতি আলহাজ্ব মোঃ নিজাম উদ্দিন বাবু,উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ কবির আহমেদ,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বদিউল আলম ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা জয়াস চাকমা সহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতী ও সাংবাদিকবৃন্দ।

‎আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় যুব সমাজই প্রধান চালিকা শক্তি। প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জন করে তরুণ প্রজন্মকে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। তারা আরও বলেন, সরকারি-বেসরকারি উদ্যোগে যুবদের জন্য প্রশিক্ষণ ও ঋণ প্রদান একটি যুগান্তকারী পদক্ষেপ, যা বেকারত্ব হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
যুব উন্নয়নের কর্মকর্তা জনাব মোকসেদুল আলম সরকার বলেন এই উপজেলায় যুব উন্নয়ন প্রশিক্ষণ একটি অফিস থাকবে যেন যুবকরা প্রশিক্ষণ গ্রহণ করতে পারে।

বক্তারা আরো বলেন, সরকারি চাকরির জন্য বেকার বসে থাকলে হবে না। যুবকরা স্বাবলম্বী হতে হলে নিজের মেধা ও শক্তিকে কাজে লাগাতে হবে। যুব সমাজের উচিত বৃত্তিমূলক কারিগরী প্রশিক্ষণ গ্রহন করে স্বাবলম্বী হওয়া।

‎বাঘাইছড়ি উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে ৬টি ব্যাচে মোট ১৮০ জন যুবক-যুবতী বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করে এবং সবাইকে সনদপত্র প্রদান করা হয়। এদের মধ্যে থেকে তিনজনকে মোট ১ লাখ ৩০ হাজার টাকার যুব ঋণ বিতরণ করা হয়—দুইজনকে ৫০ হাজার টাকা করে এবং একজনকে ৩০ হাজার টাকা প্রদান করা হয়।

‎দিনব্যাপী কর্মসূচি শেষে অংশগ্রহণকারীদের মাঝে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলাপ-আলোচনা হয় এবং আগামী দিনে আরও বৃহৎ পরিসরে যুব দিবস পালনের প্রত্যাশা ব্যক্ত করা হয়

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট