1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
শুদ্ধ রাজনীতির প্রতীক : ভাষাসৈনিক মাওলানা আহমুদুর রহমান আজমী জাতির পিতার ৫০তম মৃত্যুবার্ষিকীতে মোমবাতি প্রজ্বলন ও নীরবতা পালন বোয়ালখালীতে ইমামের ওপর হামলার অভিযোগ বিশ্বখ্যাত মুসলিম বিজ্ঞানী ও ফিঙ্গারপ্রিন্ট পদ্ধতির প্রকৃত উদ্ভাবক: খান বাহাদুর কাজী আজিজুল হক সীতাকুণ্ডে জন্মাষ্টমী অনুষ্ঠানে আসলাম চৌধুরীর শুভেচ্ছা সীতাকুন্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় যানজটে পড়ে যথা সময়ে ফায়ার সার্ভিস টিম পৌছাতে পারেনি চট্টগ্রাম হালিশহর বি ব্লক বায়তুল আজিম মসজিদের জায়গা আশ্রাফিয়া ওসমানিয়া হানাফিয়ার নামে অন্যায়ভাবে বরাদ্দ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন নতুন বাংলাদেশ সম্মাননা ২০২৫ অনুষ্ঠিত সীতাকুণ্ডে অগ্নিকান্ডে মার্কেটের মালামাল পুড়েছে নৈতিক শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মানসিক বিকাশ ঘটাতে হবে: চসিক মেয়র

বাঘাইছড়িতে টাইফয়েড টিকা ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত

  • সময় বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ৩১ পঠিত

আনোয়ার হোসেন
‎বাঘাইছড়ি প্রতিনিধি

‎সারাদেশের ন্যায় রাঙ্গামাটির বাঘাইছড়িতে টাইফয়েড টিকা ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা করেছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়।

‎বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলাম, বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির, উপজেলা শিক্ষা অফিসার শাহিন আল মামুন, ডেন্টাল সার্জন আব্দুল আহাদ আবেদ, বাঘাইছড়ি প্রেস-ক্লাবের সভাপতি আব্দুল মাবুদ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ সহ স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিবৃন্দ।

‎সভায় ডাঃ সাইফুল ইসলাম স্বাগত বক্তব্যে বলেন, প্রথমবারের মতো সরকারিভাবে সারাদেশে টাইফয়েডের টিকা পাবে ৫ কোটি শিশু, টিকা কার্যক্রম শুরু ১ সেপ্টেম্বর হতে, নিবন্ধন শুরু হয়েছে গত ১ আগস্ট থেকে। নিবন্ধনের পর ভ্যাকসিন কার্ড ডাউনলোড করতে হবে। জন্ম নিবন্ধন সনদ দিয়ে নিবন্ধন করলে সরাসরি ভ্যাকসিন কার্ড পাওয়া যাবে৷ ৯ মাস থেকে ১৫ বছর ১১ মাস ২৯ দিন বয়সী প্রায় ৫ কোটি শিশুকে এই টিকা দেয়া হবে।
‎টিকা পেতে https://vaxepi.gov.bd/registration/tcv–এ নিবন্ধন করতে হবে। এর জন্য প্রয়োজন হবে ১৭ সংখ্যার জন্ম নিবন্ধন সনদের নম্বর। প্রথম ১০ কর্মদিবস স্কুলে ক্যাম্প করে শিক্ষার্থীদের টাইফয়েডের টিকা দেওয়া হবে। স্কুল ক্যাম্পেইন শেষ হলে আট দিন ইপিআই সেন্টারে স্কুলে না যাওয়া শিশুদের টিকা দেওয়া হবে। ক্যাম্পেইনে ১৮৬ টি স্কুলে ও পৌরসভা এবং ইউনিয়নের ইপিআই সেন্টারসমুহে প্রায় ২৫ হাজারের অধিক শিশুকে এই টিকা প্রদান করা হবে। উক্ত ক্যাম্পেইনটি শতভাগ সফলতার জন্য তিনি সকল স্টেকহোল্ডারদের সহযোগীতা কামনা করেন।

‎অতিথিরা তাদের বক্তব্যে যার যার অবস্থান থেকে টাইফয়েড টিকা ক্যাম্পেইন বাস্তবায়নের জন্য সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন, প্রথম বারের মত এই উদ্যোগের জন্য সরকার ও স্বাস্থ্য মন্ত্রনালয়ের প্রতি কৃতজ্ঞতা জানান

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট