1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
আনোয়ারায়  চুরিকৃত স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধারসহ ভাসমান চোর গ্রেপ্তার কুরআনের পাখি থেকে পথচারী উষ্ণতার মানবিক দৃষ্টান্ত স্বপ্নছোঁয়া ফাউন্ডেশন গাউসিয়া কমিটি সারজাহ শাখার নবগঠিত পরিষদের অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত ৩৩০ দুষ্কৃতিকারীকে চট্টগ্রামে প্রবেশ-অবস্থান নিষিদ্ধ করলেন সিএমপি কমিশনার দক্ষিণ বাকলিয়া এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্প আগত রোগীদের বিনামূল্যে চিকিৎসা প্রদান করেন মেয়র ডা. শাহাদাত হোসেন। চট্টগ্রামে চেয়ারম্যান বাড়ি থেকে বিপুল অস্ত্র উদ্ধার, দুই ভাই গ্রেফতার আল আইন রাউজান ঐক্য পরিষদ সভাপতি আজগর চৌধুরীর মাতৃবিয়োগ : গিয়াস কাদের চৌধুরীর শোক প্রকাশ পাহাড়তলীতে সঙ্গীতম সাংস্কৃতিক একাডেমীর প্রতিষ্ঠাবার্ষিকী ও পুরষ্কার বিতরণী সাফল্যের গৌরবময় ২৫ বছরে শাওলিন কুংফু এন্ড উশু একাডেমির জয়তজয়ন্তী পালিত চট্টগ্রাম নগরীর যোগাযোগ ব্যবস্থাকে ঢেলে সাজানো হচ্ছে, চসিক মেয়র

বাঘাইছড়িতে টাইফয়েড টিকা কার্যক্রম নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

  • সময় বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ১০৫ পঠিত

‎আনোয়ার হোসেন
‎বাঘাইছড়ি প্রতিনিধি-

‎রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টাইফয়েড টিকা কার্যক্রম নিয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

‎বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ১০ ঘটিকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম।

‎এসময় উপস্থিত ছিলেন বাঘাইছড়ি প্রেস-ক্লাবের সভাপতি আব্দুল মাবুদ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন,সহ সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহীম, কোষাধ্যক্ষ মোঃ মহিউদ্দিন , সদস্য মো: ওমর ফারুক সুমন সহ আরো উপস্থিত ছিলেন দৈনিক পূর্বদেশ প্রতিনিধি মো: আনোয়ার হোসেন ও দৈনিক বায়েজিদ প্রতিনিধি মোঃ আসিফ ইসলাম সাইফ।

‎উক্ত মতবিনিময় সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম বলেন, “সারা দেশের ন্যায় বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সেও আগামী ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত মাসব্যাপী ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সকল শিশুকে বিনামূল্যে টাইফয়েড টিকা দেওয়া হবে।” তিনি আরও বলেন, “এই সময়ে স্কুল পর্যায়ে টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হবে। বাঘাইছড়ি উপজেলায় মোট ১৯৪টি স্কুল ও মাদ্রাসায় এই টিকা দেওয়া হবে। যে শিক্ষার্থীরা নির্ধারিত দিনে তাদের নিজ নিজ স্কুলে টিকা নিতে পারবে না, তারা পার্শ্ববর্তী কোনো স্কুলে টিকা নিতে পারবে, যখন সেখানে টিকাদান কার্যক্রম চলবে। এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকাদান কেন্দ্রে টিকা নেওয়ার সুযোগ থাকবে।”

‎ডা. সাইফুল ইসলাম আরও জানান,“যারা রেজিস্ট্রেশন করেছেন, তারা টিকা কার্ড সঙ্গে নিয়ে টিকা নিতে পারবেন। তবে রেজিস্ট্রেশন না করলেও কেউ টিকা থেকে বঞ্চিত হবেন না—সকল শিশুই এই টিকার আওতায় আসবে। আমরা চাই, কোনো শিশু যেন টিকা দেওয়া থেকে বিরত না থাকে।” “স্কুল পর্যায়ের টিকাদান কার্যক্রম শেষ হওয়ার পর ১২ ও ১৩ নভেম্বর তারিখে কমিউনিটি ক্লিনিকে (ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে) টিকাদান অনুষ্ঠিত হবে। সেখানে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী যেসব শিশু স্কুলে অধ্যয়নরত নয়, তারাও টিকা নিতে পারবে।”

‎শেষে তিনি সকলের প্রতি আহ্বান জানান,“বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে আমরা চাই ৯ মাস থেকে ১৫ বছর বয়সী প্রতিটি শিশুকে টাইফয়েড টিকাদান কর্মসূচির আওতায় আনতে। এ লক্ষ্যে সবার সহযোগিতা কামনা করছি।”

‎তিনি আরও বলেন, টিকা কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকদের মাধ্যমে সাধারণ জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি পেলে টিকাদানে অংশগ্রহণ বাড়বে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট