1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
যুব উদ্যোগে চট্টগ্রামে জলবায়ু বান্ধব বাজেট ও দুর্যোগ ব্যবস্থাপনায় যুবদের সক্রিয় অংশগ্রহণে এডভোকেসি সভা অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে ঝিরির কুপে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু: এলাকায় শোকের ছায়া কালীগঞ্জে মৎস্য চাষীদের সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রোজেক্টের ওয়ার্কশপ অনুষ্ঠিত বিমানবন্দরে আটকে দেয়া হলো আন্দালিব পার্থর স্ত্রীকে কালুরঘাট দ্বিতীয় সেতু এখন স্বপ্ন নয় সত্যি হতে চলেছে বাঘাইছড়িতে পার্বত্য জনপদের বিভিন্ন জাতিগোষ্ঠী পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ কিডনি রোগী কল্যাণ সংস্থার সভায় ওয়াহিদ মালেক– “কিডনি রোগ যে মহামারীর মত রূপ নিচ্ছে”। বাংলাদেশ সোসাইটি অব মন্ট্রিয়লের বৈশাখী ১৪৩২ মেলা ও সাংস্কৃতিক অনুষ্টান সম্পন্ন। ছাত্রদল নেতা-কর্মীদের মারধর করা ছাত্রলীগ নেতাই এবার তাদের কর্মসূচিতে সাবেক এমপি সংগীত শিল্পী মমতাজ বেগম ঢাকায় গ্রেপ্তার

বাঘাইছড়িতে পার্বত্য জনপদের বিভিন্ন জাতিগোষ্ঠী পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ

  • সময় মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ৯ পঠিত

আনোয়ার হোসেন
বাঘাইছড়ি প্রতিনিধিঃ

রাঙ্গামাটির বাঘাইছড়িতে পার্বত্য জনপদের বিভিন্ন জাতিগোষ্ঠীর ২,৫০০টি পরিবারের মাঝে ৫০ মে.টন খাদ্যশস্য বিতরণ করেছে বিজিবি।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র, কৃষি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে মানবিক সহায়তার অংশ হিসেবে পার্বত্য রাঙ্গামাটির বাঘাইছড়িতে বসবাসরত বিভিন্ন পাহাড়ী-বাঙালি জাতিগোষ্ঠীর ২,৫০০টি পরিবারের মাঝে ৫০ মেট্রিক টন খাদ্যশস্য বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবির বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) এবং মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) যৌথভাবে পার্বত্য রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার ০৮টি ইউনিয়ন ও ০১টি পৌরসভার মোট ১১টি স্থানে দুই দিনব্যাপী (মঙ্গলবার ও বুধবার) এই খাদ্যশস্য বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।

এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার (১৩ মে ২০২৫) বাঘাইহাট ব্যাটালিয়নের তত্ত্বাবধানে ব্যাটালিয়ন সদর ও মাচালং বাজারে এবং মারিশ্যা ব্যাটালিয়নের তত্ত্বাবধানে মারিশ্যা, রূপকারি, খেদারমারা, আমতলি ও সরোয়ারতলী ইউনিয়ন পরিষদ মোট ০৭টি স্থানে খাদ্যশস্য বিতরণ করা হয়।

আজ সকাল ১১টায় বাঘাইহাট ব্যাটালিয়ন সদরে আশেপাশের এলাকায় বসবাসরত বিভিন্ন জাতিগোষ্ঠীর মাঝে খাদ্যশস্য বিতরণ করেন চট্টগ্রাম রিজিয়ন সদর দপ্তরের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাৎ মোঃ শাহরিয়ার ইকবাল এবং খাগড়াছড়ি সেক্টরের অধীনস্থ মাচালং বাজার এলাকায় খাদ্যশস্য বিতরণ করেন বিজিবি খাগড়াছড়ি সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোঃ আব্দুল মোত্তাকিম। এসময় বাঘাইহাট ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ মহিউদ্দিন ফারুকী এবং মারিশ্যা ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নোমান আল ফারুক উপস্থিত ছিলেন।

খাদ্যশস্য বিতরণ শেষে ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাৎ মোঃ শাহরিয়ার ইকবাল বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত সুরক্ষার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে বিজিবি নিয়মিতভাবে স্থানীয় প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় স্বরাষ্ট্র, কৃষি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে রাঙ্গামাটির বাঘাইছড়ি, উপজেলায় বসবাসরত বিভিন্ন জাতিগোষ্ঠীর মাঝে খাদ্যশস্য বিতরণ করছে বিজিবি।
এ জাতীয় কর্মকাণ্ড পার্বত্য অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা রক্ষার পাশাপাশি পার্বত্য অঞ্চলে বসবাসরত পাহাড়ি-বাঙালি সম্প্রদায়ের মাঝে পারস্পরিক সু-সম্পর্ক, সম্প্রীতি ও উন্নয়নের বন্ধনকে আরও সুদৃঢ় করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এছাড়াও আগামীকাল বুধবার বাকি ০৪টি স্থানে খাদ্যশস্য বিতরণ সম্পন্ন করা হবে বলে জানান।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট