বাঘাইছড়ি প্রতিনিধি:
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার শ্রী শ্রী রক্ষা কালি মন্দিরে পূজা মণ্ডপ পরিদর্শন ও দান-সহায়তা কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বুধবার, ১ অক্টোবর রাত সাড়ে ৮টায় উপজেলার কেন্দ্রীয় ও সর্ববৃহৎ মন্দির “শ্রী শ্রী রক্ষা কালি মন্দির” পরিদর্শন করেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। তারা পূজা উদযাপন কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার সার্বিক আয়োজন সম্পর্কে খোঁজ-খবর নেন।
পরিদর্শন শেষে পূজা উদযাপন কমিটির হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন নেতৃবৃন্দ। একইসঙ্গে উপজেলার বিভিন্ন সনাতন ধর্মাবলম্বী পরিবারের মাঝে বস্ত্র বিতরণ করা হয়, যার মধ্যে ছিল শাড়ি ও লুঙ্গি।
এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব নিজাম উদ্দিন বাবু, উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওমর আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বদিউল আলম সহ উপজেলা, পৌর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
“ধর্ম যার যার, উৎসব সবার—এই চেতনায় আমরা সব ধর্মের মানুষের পাশে থাকতে চাই। দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব, তাই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস উৎসবের আনন্দকে আরও ভাগাভাগি করে নেওয়ার চেষ্টা মাত্র।”
পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ বিএনপির এই উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
এ ধরনের উদ্যোগ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে। রাজনৈতিক দল হিসেবে বিএনপির এমন কার্যক্রম স্থানীয় জনসাধারণের মধ্যে প্রশংসা কুড়িয়েছে। সকলে আশা প্রকাশ করেছেন, এই সম্প্রীতির ধারা আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে।
পরিদর্শন শেষে বিএনপির নেতারা বলেন, এবারের পূজা উদযাপন সুন্দরভাবে সমাপ্ত করতে বাঘাইছড়ি বিএনপি বদ্ধপরিকর। পূজাকে ঘিরে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে বিএনপি’র সজাগ দৃষ্টি রয়েছ, উপজেলার প্রতিটি পূজা মন্দিরে বিএনপির পক্ষ থেকে সেচ্ছাসেবক টিম নিয়োজিত রয়েছে।
Leave a Reply