
আনোয়ার হোসেন
বাঘাইছড়ি প্রতিনিধি-
রাঙ্গামাটির বাঘাইছড়িতে “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” — এ প্রতিপাদ্যকে সামনে রেখে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস।
শনিবার (১ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা প্রশাসন চত্বরে এসে শেষ হয়। পরে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
র্যালি ও পরবর্তী আলোচনা সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সমবায় অধিদপ্তরের প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন সমবায় সমিতির সদস্যসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
পরে উপজেলা অডিটোরিয়াম কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. নুর আলম, বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ুন কবির, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম, উপজেলা জামায়াতের আমির মাওলানা কবির আহাম্মদ এবং বাঘাইছড়ি ট্রাক্টর সমিতির সভাপতি আব্দুল সবুর।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় সমবায়ের ভূমিকা অনন্য। গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে সমবায় আন্দোলনের বিকল্প নেই। তারা সমবায় ভিত্তিক সমাজ গঠনের মাধ্যমে টেকসই উন্নয়নের লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, অংশগ্রহণকারীদের ঐক্য ও উদ্দীপনা প্রমাণ করে যে— “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” কেবল প্রতিপাদ্য নয়, বরং বাস্তব উন্নয়নের এক দিকনির্দেশনা।
Leave a Reply