1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাবেক এমপি সংগীত শিল্পী মমতাজ বেগম ঢাকায় গ্রেপ্তার চট্টগ্রামস্থ উখিয়া-টেকনাফ জাতীয়তাবাদী ছাত্রফোরামের আংশিক কমিটি গঠন জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠকে ইউপিডিএফের স্বায়ত্তশাসিত অঞ্চলের প্রস্তাব দেশদ্রোহীতার শামিল- পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবান বাঘাইছড়ি বায়তুশ শরফ মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ও পুরস্কার বিতরণ সম্পন্ন ছাত্রদের শ্রমের মূল্যে মসজিদ নির্মানের প্রচেষ্টা পিরোজপুরের আলোচিত বিস্ফোরক, চাঁদাবাজি ও হত্যা মামলার কুখ্যাত সন্ত্রাসী নাছির কারাগারে ইংল্যান্ডে মহাসাড়ম্বরে ‘কৃষ্ণচূড়া’ আয়োজিত ‘নববর্ষে বন্ধুসভা’র ১০ বছর পূর্তি অনুষ্ঠিত সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন এর ময়মনসিংহ জেলা কমিটি ঘোষণা নগরীর চান্দগাঁও থানার বিশেষ অভিযানে আটক ৩২ জিলক্বদ মাসের ফজিলত: শায়ের মুহাম্মদ আকতার উদদীন

বাঘাইছড়ি বায়তুশ শরফ মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ও পুরস্কার বিতরণ সম্পন্ন

  • সময় সোমবার, ১২ মে, ২০২৫
  • ১৫ পঠিত

আনোয়ার হোসেন
বাঘাইছড়ি প্রতিনিধি:

রাঙ্গামাটির বাঘাইছড়ি বায়তুশ শরফ জব্বারিয়া আদর্শ মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান – ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ই মে) সকাল সাড়ে ১০ ঘটিকায় মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও মনমুগ্ধ সাংস্কৃতিক পরিবেশনা।

উক্ত অনুষ্ঠানে অত্র মাদ্রাসার সহকারী শিক্ষক সুলতান আহাম্মদ ও হুমায়ুন কবির মুসা এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন বাঘাইছড়ি বায়তুশ শরফ কমপ্লেক্স এর পরিচালক আলহাজ্ব হযরত মাওলানা হাফেজ ফোরকান আহাম্মদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য দেব প্রসাদ দেওয়ান।

এতে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মিনহাজ মুরশিদ,বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি নিজাম উদ্দিন বাবু, উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী, উপজেলা জামায়াতের আমীর মাওলানা কবির আহমদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাঁজা, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোঃ শহিদুল্লাহ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, মাদ্রাসার সুপার মাওলানা শামসুল ইসলাম, মাদ্রসা পরিচালনা কমিটির সদস্য বাহার উদ্দিন সরকার, ইউসুফ নবী, কাজী নজরুল ইসলাম, গোলাম মোস্তফা সহ অত্র মাদ্রাসার শিক্ষক,শিক্ষার্থী,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠান শুরুতে শিক্ষার্থীদের পরিবেশনা বাংলা, ইংরেজী ও আরবীতে বক্তব্য, হামদ,নাত, জানাজার নামাজের ছায়া দৃশ্য প্রদর্শন অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন “বাঘাইছড়ি বায়তুশ শরফ কমপ্লেক্সটি ২০০৪ সালে প্রতিষ্ঠিত হয়, যা আজ পর্যন্ত এই অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে আসছে। প্রতিষ্ঠানটি ধর্মীয় শিক্ষার পাশাপাশি সরকারি পাঠ্যক্রমও অনুসরণ করে এবং বর্তমানে এখানকার শিক্ষার্থীরা দেশের নামিদামী বিশ্ববিদ্যালয় গুলোতে পড়াশোনা করছে। বক্তারা আশা প্রকাশ করেন যে, প্রতিষ্ঠানটি ভবিষ্যতেও শিক্ষার প্রসারে অবদান রাখবে এবং এমন মানুষ তৈরি করবে যারা দেশের কল্যাণে আত্মনিবেদিত থাকবে।”
এছাড়াও বক্তারা প্রতিষ্ঠানটির সম্মিলিত শিক্ষাব্যবস্থার প্রশংসা করে বলেন, “ধর্মীয় শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষারও গুরুত্ব দেওয়া হচ্ছে, যার ফলস্বরূপ শিক্ষার্থীরা পাবলিক পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করছে। ভবিষ্যতে মাদ্রাসাটি আলিম পর্যন্ত উন্নীত করা হবে”। আমন্ত্রিত অতিথিবৃন্দ মাদ্রাসার একাধিক অবকাঠামোগত উন্নয়ন এবং একটি ছাত্রাবাস নির্মাণের জন্য সহায়তার প্রতিশ্রুতি প্রদান করেন।

আলোচনা সভার শেষে আগত অতিথিদের মাঝে সম্মাননা ও শুভেচ্ছা স্মারক প্রদান করেন এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট