২১ শে আগস্ট (বৃহস্পতিবার) আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাব অব সাঙ্গু’র উদ্যোগে চট্টগ্রাম পার্বত্য জেলার বান্দরবান আইডিয়াল স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এপেক্স বাংলাদেশ জেলা -৩ এর গভর্নর সৈয়দ মিয়া হাসান। উক্ত বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অফ সাঙ্গু’র সেক্রেটারি অ্যান্ড ডিনার নোটিশ এডিটর ও বান্দরবান আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক কার্তিক কুমার দাস, সাঙ্গু ক্লাবের সদস্য মোহাম্মদ ইয়াসিন আরাফাত,সুজন দে,
সহকারী শিক্ষক হ্যাপি দাস, অলকা দে, সারণ পার ময় বম, নুথোয়াইচিং মারমা, সুমাইয়া হেলাল মিম ,আলী সাঈদ মাহমুদ, তাসকিন, অপি দাস, কত্রিকা দাস, জয় বাবু,খিংরুং ম্রোসহ প্রমুখ। উদ্বোধনী বক্তব্যে এপেক্স বাংলাদেশের জেলা গভর্নর সৈয়দ মিয়া হাসান বলেন, আমাদের প্রকৃতি, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার অপরিহার্য উপাদান হলো বৃক্ষ। বৃক্ষরাজি কার্বন-ডাই-অক্সাইড শোষণ এবং অক্সিজেন উৎপাদনের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায়ও বৃক্ষ ও বনের গুরুত্ব অপরিসীম। আমাদের জলবায়ুকে দুর্যোগ সহনশীল করে গড়ে তুলতে এবং জনগণের আর্থসামাজিক উন্নয়নে পরিকল্পিত বৃক্ষরোপণ ও বনায়নের কোনো বিকল্প নেই।
Leave a Reply