1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০২:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে নির্মিত হলো ‘ভালো থেকো ছায়া’ শিরোনামে অমিত প্রেমের কবিতা চিত্র || উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরাম (বিটিএসএফ) এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সীতাকুণ্ডে গ্রাম পুলিশ সদস্যদের বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন “ধানের শীষের বিজয়ই লক্ষ্য—৩৯নং ওয়ার্ড বিএনপির টানা উঠান বৈঠকে ঐক্যের অঙ্গীকার” চট্টগ্রামমুখী বাসে মদের গোপন রুট—র‌্যাবের অভিযানে ফাঁস ডক্টর মোহাম্মদ ফয়েজ উদ্দিন‌ের আগামীর উন্নত জাতি গঠনে দিকনির্দেশনামূলক সুপারিশ কবিতাঃ বৃষ্টি পড়ে -স্বর্ণা তালুকদার রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নববিবাহিত যুবকের মর্মান্তিক মৃত্যু র‌্যাব-৭ চট্টগ্রামের অভিযানে  এক কোটি ৮০ লক্ষ টাকার ইয়াবা উদ্ধার,পাঁচ মাদক কারবারি আটক মানুষের পাশে থাকার লড়াই—নিজ উদ্যোগে সড়ক মেরামত করলেন শ্রমিকদল নেতা

বান্দরবান লামা সরই ডলুছড়ি বাজার চৌধুরী কর্তৃক জুলুম-দূর্নীতির বিচারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

  • সময় বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৫ পঠিত

সুমন চৌধুরী বান্দরবান সদর প্রতিনিধি

বান্দরবান লামা উপজেলার ৫নং সরই ইউনিয়নের ডলুছড়ি বাজারের ব্যবসায়ী এবং বাজার এলাকার সর্বস্থরের জনসাধারণের ব্যানারে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের বাজার ফান্ডের বাজারের জায়গা (বাজার চৌধুরী) স্বৈরাচারের দোসর আবুল হোসেন কর্তৃক মসজিদের জায়গা সহ বিভিন্ন প্লট বিপুল অর্থের বিনিময়ে বহিরাগতদের অবৈধভাবে দখল ছেড়ে দেওয়া, বাড়ি-ঘর নির্মাণে সহায়তা করা এবং বাজার এলাকার ব্যবসায়ী ও এলাকাবাসীর উপর সীমাহীন জুলুম নির্যাতন ও দূর্নীতির দায়ে অপসারণ ও যথাযথ বিচারের দাবিতে ২২সেপ্টেম্বর-২০২৫ সোমবার বেলা ১১টায় বান্দরবান প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এবং স্মারকলিপি প্রদান করা হয়।

বান্দরবানের লামা উপজেলার,সরই ইউনিয়নের,ডলুছড়ি বাজারে,বান্দরবান পার্বত্য জেলা পরিষদ কর্তৃক বাজারের মসজিদের প্লট অর্থের বিনিময়ে প্লট বিক্রি, অবৈধভাবে মসজিদের জায়গা বহিরাগতদের কাছে হস্তান্তরে সহযোগিতা করা,বাজারের ব্যাবসায়িদের উপর নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে ‘বাজার চৌধুরী, আবুল হোসেন এর বিরুদ্ধে।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন ৪নং ওয়ার্ড মেম্বার মো: বাবুল মিয়া, গ্রাম সরদার আবু হানিফ, সমাজ সেবক মো: নুরুল আবছার, মসজিদের সম্মানিত ইমাম মাওলানা আব্দুর ছবুর, বাজার পরিচালনা ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মো: ইকবাল করিম, সভায় উপস্থাপনায় ছিলেন মো: রেজাউল করিম।

সভায় বক্তারা বলেন, স্বৈরাচারের দোসর মোঃ আবুল হোসেন বাজা র চৌধুরীর সহায়তায় বাজার ফান্ড কর্তৃক বায়তুশ শরফ মসজিদের নির্ধারিত জায়গা হইতে জহির, তার বউয়ের কাছ থেকে ১,০০,০০০ (এক লক্ষ) টাকার বিনিময়ে জায়গা অবৈধ দখল দেওয়া এবং বাজার ফান্ড কর্তৃক অনুমোদন ছাড়া দু-তলা পাকা ভবন নির্মাণে সহযোগিতা করা।

বহিরাগতদের নিকট হইতে ৪/৫ লক্ষ টাকার বিনিময়ে বাজরের প্লট বিক্রি করা। চাকুরীজীবি ও বহিরাগতদের বাসা-বাড়ির জন্য প্লট বিক্রি করে সেমি পাকা ও বিল্ডিং করার সহযোগিতা করা। বিনিময়ে প্রতি বাসা-বাড়ি থেকে ৪/৫ লক্ষ টাকা করে হাতিয়ে নেওয়া। বাজার ফান্ড কর্তৃক নির্ধারিত চলাচলের রাস্তা বা গলি টাকার বিনিময়ে বিভিন্ন জনকে দখল ছেড়ে দেওয়া।

কিছুদিন পূর্বে কোয়ান্টাম ফাউন্ডেশন কে ১৪,০০,০০০ (চৌদ্দ লক্ষ) টাকার বিনিময়ে বাজার ফান্ডের ৪টি প্লট বিক্রি করে দেয় এবং উক্ত প্লটে মাটি কাটার কাজ চালু করলে পত্রিকায় লেখালেখি হওয়ার কারণে আপাতত কাজ ধীর গতিতে সুযোগ বুঝে চালাচ্ছে।

বাজার চৌধুরীর দুর্নীতি ও সীমাহীন জুলুমের কারণে বাজার শেঠে মাছ-মাংস সহ যাবতীয় কাচা বাজার অন্যত্র স্থানান্তর হয়ে বর্তমান বাজরটি সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে।

আমাদের জানামতে উল্লেখিত বাজার চৌধুরী গত ২০ (বিশ) বছরের মধ্যে কোন প্রকার বৈধ ব্যবসা বানিজ্য বা অন্য কোন প্রকার বৈধ আয়ের সাথে জড়িত নয়। তিনি দীর্ঘদিন স্বৈরাচারী ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি থাকায় অবৈধ প্রভাব খাটিয়ে অত্র এলাকার ব্যবসায়ী এবং জনসাধারণকে প্রতিবাদ বা মুখ খুলতে দেয়নি এবং সরকারি বাজার ফান্ডের প্লট বিক্রয় করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়। যাহার একটি টাকাও বান্দরবান বাজার ফান্ড বা সরকার বরাবর পৌঁছায়নি।

তাহার আলিশান জীবন যাপন এবং প্রতিনিয়ত নামি-দামি গাড়ী নিয়ে চলাচল, ছেলেকে বিদেশ পাঠানো ও লক্ষ লক্ষ টাকা খরচ করে ছেলে মেয়েদের পুনর্বাসনের ব্যবস্থা করা। সম্পূর্ণ টাকা উপরোক্ত বাজার ফান্ড হইতে অবৈধ প্লট বিক্রয় এবং দখল ছেড়ে দেওয়ার টাকা।

অভিযোগের বিষয়াদি সু-বিবেচনা স্বাপেক্ষে সরেজমিনে তদন্ত পূর্বক উল্লেখিত বাজার চৌধুরীর অপসারণ ও আইনের আওতায় এনে যথাযথ শান্তির ব্যবস্থা গ্রহণ করার আহবান জানান।

সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থার জন্য কপি দেওয়া হল ১)চেয়ারম্যান মহোদয়, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ, বান্দরবান। ২) জেলা প্রশাসক মহোদয়, বান্দরবান পার্বত্য জেলা, বান্দরবান। ৩) মোঃ বাবুল মিয়া ইউপি সদস্য 8নং ওয়ার্ড),৪) দূর্নীতি দমন কমিশন, বান্দরবান পার্বত্য জেলা, বান্দরবান। ৫)প্রেস ক্লাব, বান্দরবান পার্বত্য জেলা, বান্দরবান।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট