সুমন চৌধুরী
বান্দরবান সদর
দুর্ঘটনা, অবহেলা, নাকি কোনো গোপন রহস্য?
বান্দরবানের বিখ্যাত হোটেল হিলভিউ-এর ৫ তলা থেকে পড়ে একটি শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মালিকানাধীন কাজল বাবুর এই হোটেলটিতে এমন একটি ঘটনা ঘটায় স্থানীয়দের মনে নানান প্রশ্ন ও সন্দেহ দানা বাঁধছে।
একটি শিশু কীভাবে ৫ তলা পর্যন্ত উঠলো? এত উঁচুতে একজন শিশুর একা ওঠা কতোটা সম্ভব? কেউ কি তাকে নিয়ে গিয়েছিল? হোটেলে কি পর্যাপ্ত নিরাপত্তা ছিল না?
সিকিউরিটি গার্ড, সিসিটিভি, কিংবা ফ্লোরে গেস্ট মনিটরিং এসব কি আদৌ ছিল ছাদটি খোলা ছিল কেন
একটি শিশুর পক্ষে যেখানে যাওয়া অনিরাপদ, সেই ছাদ কি খোলা রাখা উচিত ছিল নিরাপত্তা ব্যারিকেড কি ছিল না
নাকি শিশুটি কিছু দেখে ফেলেছিল.!
এমন কিছু কি সে দেখে ফেলে যা হোটেলের কারো জন্য ‘বিপদজনক’ হয়ে উঠেছিল ইচ্ছাকৃতভাবে তাকে ফেলে দেওয়া হয়েছে এমন আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
সবচেয়ে আশ্চর্যের বিষয় ঘটনার পর বহুবার ফোন করা হলেও হোটেল ম্যানেজার এবং হোটেল মালিক কাজল বাবু-কে পাওয়া যায়নি। একটি শিশুর মৃত্যু নিয়ে এমন নিস্পৃহতা কি আরও বড় কোনো প্রশ্ন তৈরি করে না? এই মৃত্যু কি নিছক দুর্ঘটনা,? নাকি এর পেছনে আছে কোনো গভীর রহস্য,? বান্দরবান প্রশাসনের উচিত দ্রুত তদন্ত করে সত্য উদঘাটন করা, যাতে এই মৃত্যু অবহেলার ছায়ায় হারিয়ে না যায়।
Leave a Reply