মোঃ কায়সারঃ
বিগত সরকারের আমলে, বিচার প্রক্রিয়া কে বিঘ্নিত করে খুনী’রা জামিনে থেকে বিভিন্ন ভাবে হয়রানি করতে থাকে মুনির ও তার পরিবার কে।
ঘটনার সুত্রপাত: সরকার পতনের পর ও এদের আগ্রাসনের অংশ হিসেবে: গত পরশুদিন জায়গা জমি নিয়ে বিরোধের জের ধরে মুনির কে এবং তার ছোট ভাই নেওয়াজ কে হত্যার উদ্দেশ্যে হামলা করে নৃশংস ভাবে কুপিয়ে জখম করে। তৎক্ষনাক মুনির এবং নেওয়াজ কে মেডিকেল এর উদ্দ্যেশ্যে নেওয়া হয়।
মুনিরের বাবার খুনের মামলার অন্যতম আসামি খুনী:- নুর উদ্দিন আব্বাস, সালাউদ্দিন, শাহাবুদ্দিন সহ তার ছেলেপুলেরা এবং কিশোর গ্যাং সহ তাদেরকে চট্রগ্রাম মেডিকেল কলেজে আবার আক্রমণ করতে চেষ্টা করলে বন্ধুরা প্রতিবাদ করে।
পরক্ষণেই ওরা প্রতিবাদ কারী বন্ধুদের মেডিকেলে এলোপাথাড়ি ভাবে কিল ঘুষি লাথি মারতে থাকে একপর্যায়ে মেডিকেল পুলিশ এসে তাদের কয়েক জন কে গ্রেপ্তার করে।
আজকে সকালে বাদী হয়ে পাঁচলাইশ থানায় তাদের বিরুদ্ধে সাধারণ জিডি করি।
এসব নরপশু’রা যারা কিনা পিতাকে হত্যার পর আবারো প্রশাসনের সহায়তা বাদীকে নির্মমভাবে আহত করে। বর্তমানে বাদী মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে চট্টগ্রাম মেডিকেল কলেজে ।
Leave a Reply