1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
চোরাচালান রুখতে মরিয়া বিজিবি: নাইক্ষ্যংছড়ি সীমান্তে ট্রাকভর্তি পণ্য ও ২০ বার্মিজ গরু জব্দ মে দিবস পালিত হচ্ছে ঠিকই কিন্তু শ্রমিকদের কি ভাগ‍্য বদলাচ্ছে? মোহাম্মদ আলী চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ ত্বরান্বিত করতে প্রধান উপদেষ্টা নির্দেশ। পুঁজিবাজারে এক মাসে ১৭ হাজার কোটি টাকা ‘হাওয়া’ দিনভর নাটকীয়তা শেষে চিন্ময়ের জামিন স্থগিতাদেশ প্রত্যাহার ঈদগাঁও বাজারে অল্প বৃষ্টিতে হাটু পরিমান পানি ইসকন নেতা চিন্ময় দাসের জামিন স্থগিত মহান মে দিবস উপলক্ষে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের আলোচনা সভা অনুষ্ঠিত আদালতে পুলিশকে ফাঁকি দিয়ে পালানো হত্যা মামলার আসামি। গ্রেপ্তার সাঈদ আল নোমান পাট শ্রমিক দলের সভাপতি নির্বাচিত।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার মাস্টারমাইন্ড গোলজার-আনোয়ার গ্রেফতার

  • সময় বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ৩৯ পঠিত

মোঃ কায়সার, চট্টগ্রাম:

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে চট্টগ্রামের কোতোয়ালী থানা এলাকা থেকে দুই সহোদরকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৫ মার্চ) রাত ২টার দিকে কোতোয়ালী ও বাকলিয়া থানা পুলিশের যৌথ অভিযানে কোরবানীগঞ্জ এলাকার নিজ বাড়ি থেকে মো. গোলজার হোসেন (৫৮) ও মো. আনোয়ার হোসেন (৪৮) নামের দুই ভাইকে গ্রেফতার করা হয়।

তাদের বিরুদ্ধে চট্টগ্রামের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করা সি.আর. মামলা নং- ৯৪/২৫ (বাকলিয়া) অনুযায়ী অভিযোগ রয়েছে। মামলার বাদী মো. ইলিয়াছের অভিযোগ, গত ৪ আগস্ট বিকেল ৪টার দিকে বাকলিয়া থানাধীন নতুন ব্রিজ এলাকার মীর পেট্রোল পাম্পের সামনে সশস্ত্র হামলা চালানো হয়। অভিযোগে বলা হয়, সরকারের পদত্যাগের দাবিতে আয়োজিত ছাত্র মিছিলে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সরকার-সমর্থিত সংগঠনের নেতাকর্মীরা হামলা চালায়। এ সময় দেশীয় অস্ত্রসহ দুষ্কৃতকারীরা আন্দোলনকারীদের ওপর চড়াও হয় এবং গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ করে।

মামলায় ১২৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে। অভিযোগে আরও বলা হয়, হামলায় বাদীর ডান হাতে গুরুতর রগ কাটা জখম হয় এবং নিরাপত্তার অভাবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা না নিয়ে স্থানীয়ভাবে চিকিৎসা নিতে বাধ্য হন।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত গোলজার হোসেন ও আনোয়ার হোসেনের বিরুদ্ধে অতীতেও একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে বিএনপির ১৯ নং ওয়ার্ড কার্যালয় ভাঙচুর, ছাত্রদলের এক নেতাকে হত্যার চেষ্টায় মারধর, চুরি ও হত্যার মতো অপরাধের মামলা চলমান রয়েছে।

পুলিশ জানায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওপর হামলার ঘটনায় আরও আসামিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট